Home » » ৮০ লাখ টাকার আলিশান ফ্ল্যাটে থাকেন ‘ভিক্ষুক’ নয়া দিগন্ত অনলাইন

৮০ লাখ টাকার আলিশান ফ্ল্যাটে থাকেন ‘ভিক্ষুক’ নয়া দিগন্ত অনলাইন

Written By Unknown on শনিবার, ১৪ মার্চ, ২০১৫ | ৩:৫৬ AM

৮০ লাখ টাকার আলিশান
ফ্ল্যাটে থাকেন ‘ভিক্ষুক’
নয়া দিগন্ত অনলাইন
১৩ মার্চ ২০১৫,শুক্রবার, ১৯:০৪
রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়
পেশা। অথচ
তিনি যেখানে থাকেন
সেটাকে ‘আলিশান’
বললে হয়তো কমই বলা হবে।
ফ্ল্যাটটির দাম অন্তত ৮০ লাখ
টাকা। আর এই ফ্ল্যাটেই থাকেন
ভারতের মুম্বাইয়ের রাস্তায়
ভিক্ষাবৃত্তি করে বেড়ানো ভরত
জৈন। চমকের এখানেই শেষ নয়।
প্রতি মাসে ভিক্ষা করে প্রায়
৭৫-৮০ হাজার টাকা রোজগার
করেন ভরত।
ভারতের সবচেয়ে ধনী ভিক্ষুকের
এই খবর প্রকাশ্যে আসায়
চমকে উঠছেনে অনেকেই।
ভারতের কোনো মুখ্যমন্ত্রীও
প্রতিমাসে এত টাকা বেতন পান
না।
মুম্বাইয়ের শিবাজি টার্মিনাস
বা আজাদ
ময়দানে ভিক্ষা করে বেড়ান
ভরত। দিনে গড়ে ৮-১০
ঘণ্টা ‘ডিউটি ওয়ার্স’।
বাড়িতে ফেরেন নিয়ম
মেনে রাত ১০টার মধ্যে।
ফ্ল্যাটে থাকেন স্ত্রী ও দুই
ছেলে, বাবা ও ভাইকে নিয়ে।
দুই ছেলেই পড়াশোনা করছে।
ভরত বলেছেন, তার
একটি দোকানও
ভাড়া দেয়া রয়েছে। সেখান
থেকে প্রতি মাসে অন্তত ১০
হাজার টাকা রোজগার হয়।
সূত্র: কলকাতা২৪x৭

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন