Home » » গুগলের ভুলের জন্য তিন লক্ষ ব্যবহারকারীর তথ্য ফাঁস

গুগলের ভুলের জন্য তিন লক্ষ ব্যবহারকারীর তথ্য ফাঁস

Written By Unknown on শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫ | ৯:৫০ PM

গুগলের ভুলের জন্য তিন লক্ষ
ব্যবহারকারীর তথ্য ফাঁস
২০১৫ মার্চ ১৪ ১০:১৯:০৫
গুগলের কিছু টেকনিক্যাল ভুলের
জন্য প্রায় তিন লক্ষ ব্যবহারকারীর
তথ্য ফাঁস হয়ে যায়৷ এমনই চাঞ্চল্যকর
তথ্য প্রকাশ পেয়েছে৷
জানা গিয়েছে, ২০১৩ সালের
মাঝামাঝি ২ লক্ষ ৮২হাজার
জনের তথ্য গুগল ভুল বসত ফাঁস
করে ফেলে৷ ফাঁস হওয়া তথ্যের
মধ্যে রয়েছে ব্যবহারকারীর নাম,
ফোন নম্বর, ঠিকানা সহ একাধিক
তথ্য৷
পরবর্তীতে তারা এই
তথ্যগুলিকে ফিরিয়ে আনার
চেষ্টা করলেও ব্যর্থ হয় গুগল৷
অবশেষে ২০১৫ সালে ১৯
ফেব্রুয়ারি, প্রায় দু’বছর
বাদে তারা সেই ফাঁস
হওয়া তথ্যকে ফিরিয়ে আনতে সক্ষম
হয়েছে৷ অতিসম্প্রতি গুগলের
তরফে এই কথা জানানো হয়েছে।
সুতরাং এতদিন পর্যন্ত প্রায় তিন
লক্ষ ব্যবহারকারীর গোপন ছিল না।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন