৭০ বছর পর সাগরতল
থেকে ছবিতে জাগল
জাপানি যুদ্ধজাহাজ
শেয়ার - মন্তব্য (0 ) - প্রিন্ট
অ অ- অ+
দ্বিতীয়
বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের
হামলায় খণ্ড-বিখণ্ড
হয়ে ডুবে যাওয়া এক
জাপানি যুদ্ধজাহাজের
ছবি প্রকাশ করেছেন
মাইক্রোসফটের
সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেন।
গত শুক্রবার ছবিগুলো প্রকাশ
করা হয়। উচ্ছ্বসিত
ইতিহাসবিদরা এ
ঘটনাকে বিখ্যাত
প্রমোদতরী টাইটানিকের
ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার
সঙ্গে তুলনা করেন। ১৯১২
সালে হিমশৈলের
সঙ্গে ধাক্কা খেয়ে উত্তর
আটলান্টিক
মহাসাগরে ডুবে যায়
টাইটানিক।
মার্কিন কোটিপতি পল
অ্যালেন ৯ দিন
আগে মুসাশি নামের ওই
জাপানি জাহাজের খোঁজ
পাওয়ার খবর জানান। উন্নত
প্রযুক্তি ব্যবহার করে প্রায়
আট বছর ধরে সন্ধান
চালানোর পর
ফিলিপাইনের সিবুইয়ান
সাগরের
তলদেশে জাহাজটির
ধ্বংসাবশেষের
দেখা মেলে।
জাহাজটি ডুবে যাওয়ার
প্রায় ৭০ বছর পর সেটির
ধ্বংসাবশেষ
খুঁজে পাওয়া গেলো।
উল্লেখ্য, এ পর্যন্ত নির্মিত
অত্যাধুনিক যুদ্ধজাহাজগুলোর
মধ্যে মুসাশি ছিল অন্যতম।
মার্কিন বাহিনীর হামলায়
সেটির অংশবিশেষ
টুকরোটুকরোহয়েসাগরতলেপ্রায়
০.৪৪
বর্গকিলোমিটারজুড়েছড়িয়ে-
ছিটিয়ে পড়ে। সেই
সঙ্গে নিহত হয় জাহাজটির
এক হাজারের বেশি ক্রু।
পল অ্যালেনের ইয়ট
থেকে পরিচালিত
একটি মিনি সাবমেরিনের
সাহায্যে মুসাশির
ধ্বংসাবশেষের ছবি সংগ্রহ
করা হয়। সাগরপৃষ্ঠ
থেকে প্রায় এক
কিলোমিটার গভীর
থেকে ছবিগুলো তোলা হয়।
ছবিগুলোতে জাহাজের
কামান, প্রোপেলার,
টর্পেডোর
আঘাতে ক্ষতিগ্রস্ত
জাহাজের
কাঠামো বিশেষসহ বিভিন্ন
অংশ দেখা যাচ্ছে।
অ্যালেনের এই ইয়টের
ক্যাপ্টেন ইয়ানিক ওলসোন
বলেন, 'আমরা মনে করি,
বিশ্ববাসীর
কাছে আমরা গুরুত্বপূর্ণ কিছু
পৌঁছে দিচ্ছি।
এটা আমাদের ইতিহাসের
ঘটনাবলিও শিক্ষা দেয়।'
সূত্র : এএফপি।
Home »
৭০ বছর পর সাগরতল
থেকে ছবিতে জাগল
জাপানি যুদ্ধজাহাজ
» ৭০ বছর পর সাগরতল
থেকে ছবিতে জাগল
জাপানি যুদ্ধজাহাজ
৭০ বছর পর সাগরতল থেকে ছবিতে জাগল জাপানি যুদ্ধজাহাজ
Written By Unknown on শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫ | ৯:৫৯ PM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন