‘আইনি প্রক্রিয়া শেষে খালেদাকে গ্রেফতার
করা হবে’
চাঁদপুর : বিএনপি চেযারপারসন
খালেদা জিয়াকে যথাযথ
আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার
করা হবে বলে জানিয়েছেন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ
সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
আজ মঙ্গলবার চাঁদপুরের
বাগাদী চৌরাস্তা এলাকায়
এক পথসভায় সাংবাদিকদের
প্রশ্নের জবাবে তিনি এ
কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা আশা করি,
আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ
আইনি প্রক্রিয়া সম্পন্ন
করে যথাযথ
সময়ে তাকে গ্র্রেফতার করবে।’
দেশের চলমান সংকট
প্রসঙ্গে হানিফ বলেন, ‘যখন
একটি দেশের বৃহৎ রাজনৈতিক দল
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে যায়,
তখন এ
পরিস্থিতি নিয়ন্ত্রণের
জন্য কিছু সময়ের প্রয়োজন হয়।
সরকার
ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম
হয়েছে, খুব শীঘ্রই
পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে।’
বাগাদী ইউনিয়নের সাবেক
চেয়ারম্যান ও
জেলা যুবলীগের সাবেক
সাধারণ সম্পাদক বেলায়েত
হোসেন গাজী বিল্লাল
সেখানে পথসভার আয়োজন করেন।
আওয়ামী লীগ নেতা হানিফ
পথসভায় বক্তব্য না রাখলেও
উপস্থিত দলীয় নেতা-কর্মী ও
জনতার
সাথে শুভেচ্ছা বিনিময় করেন
ও সাংবাদিকদের
সাথে কথা বলেন। এ সময় তার
সাথে ছিলেন পার্বত্য
চট্টগ্রাম বিষয়ক
মন্ত্রণালয়ের
প্রতিমন্ত্রী ও আ’লীগের
সাংগঠনিক সম্পাদক বীর
বাহাদুর, আ’লীগের কেন্দ্রীয়
নেতা সুজিত রায় নন্দী,
সাবেক সংসদ সদস্য ফরিদুর
নাহার লাইলি প্রমুখ।
Home »
আইনি প্রক্রিয়া শেষে খালেদাকে গ্রেফতার
করা হবে’
» আইনি প্রক্রিয়া শেষে খালেদাকে গ্রেফতার
করা হবে’
আইনি প্রক্রিয়া শেষে খালেদাকে গ্রেফতার করা হবে’
Written By Unknown on মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ | ২:৪১ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন