প্রেমের ফাঁদে দুই
যুবতী অন্ত:স্বত্তা
অপূর্ব লাল সরকার,
আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায়
প্রেমের ফাঁদে পরে দুই
যুবতী অন্ত:স্বত্তা হওয়ার
চাঞ্চল্যকর তথ্য
পাওয়া গেছে।
বিষয়টি ধামাচাপা দেওয়ার
জন্য স্থানীয়
প্রভাবশালীরা তৎপর
হয়ে উঠেছে।
স্থানীয়সূত্রে জানা গেছে,
উপজেলার বাগধা ইউনিয়ানের
চাঁদত্রিশিরা গ্রামের
দরিদ্র দিনমজুর মকবুল মৃধার
মেয়ে রাশিদা (১৭) পাশের
বাড়ির লতিফ সরদারের
মাদ্রাসা পড়ুয়া ছেলে শামীমের
সাথে প্রেমের
সম্পর্কে জড়িয়ে পরে।
এরই ধারাবাহিকতায় বিয়ের
প্রলোভনে পরে দৈহিক
মেলামেশার কারণে ৭ মাসের
অন্ত:স্বত্তা হয়ে পরে।
অপরদিকে বাকাল ইউনিয়ানের
আন্ধারমানিক গ্রামের
কাশেম মিয়ার
মেয়ে সুবর্ণা (১৬)-র সাথে একই
গ্রামের ত্রৈলক্ষ্য
পান্ডের
ছেলে এসএসসি পরীক্ষার্থী সাগর
পান্ডের সাথে প্রেমের
সম্পর্ক গড়ে ওঠে। সাগরের
বিয়ের আশ্বাসে দৈহিক
সম্পর্কের
একপর্যায়ে সুবর্ণা ৬ মাসের
অন্ত:স্বত্তা হয়ে পরে।
উভয় ঘটনা এলাকার কতিপয়
সুবিধাভোগী প্রভাবশালী ঘটনা দু’টিকে ধামাচাপা দেওয়ার
জন্য তৎপর রয়েছে।
অন্ত:স্বত্তা যুবতীদের
পরিবার প্রভাবশালীদের
চাপের কারণে থানায় অভিযোগ
জানাতে পারছেনা বলে অভিযোগ
উঠেছে।
এবিষয়ে থানা ভারপ্রাপ্ত
কর্মকর্তা মো. মনিরুল ইসলাম
সাংবাদিকদের জানান, এধরণের
ঘটনা মৌখিক শুনেছি। লিখিত
অভিযোগ পেলে দোষীদের
বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা নেয়া হবে।
Home »
প্রেমের ফাঁদে দুই
যুবতী অন্ত:স্বত্তা
» প্রেমের ফাঁদে দুই
যুবতী অন্ত:স্বত্তা
প্রেমের ফাঁদে দুই যুবতী অন্ত:স্বত্তা
Written By Unknown on মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ | ২:৪৫ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন