২ যুবতীকে ফেরত দিল ভারত
দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
সংবাদদাতা
০৮ মার্চ ২০১৫,রবিবার, ১৫:২৭
চুয়াডাঙ্গার দামুড়হুদার
দর্শনা চেকপোষ্ট সীমান্ত
দিয়ে ভারতে পাচার হওয়া ২
বাংলাদেশী যুবতীকে বিজিব
কাছে ফেরত দিয়েছে বিএসএফ।
রোববার দুপুর ১টার
দিকে সীমান্তের ৭৬ নম্বর মেইন
পিলারের কাছে দু’দেশের
সীমান্তরক্ষী বাহিনীদের
মধ্যে পতাকা বৈঠকের
মাধ্যমে তাদেরকে ফেরত
দেয়া হয়। এরা হলেন,
আখি তারা খাতুন (১৮) ও
বুলবুলী খাতুন (১৯)।
দর্শনা বিজিবি ক্যাম্পের
কোম্পানি কমান্ডার সুবেদার
রবিউল আলম জানান, গত বছর ৩
ফেব্রুয়ারি বিকালে ঢাকার
গুলশান থেকে ঝিনাইদহের
কোটচাঁদপুর উপজেলার
কলেজপাড়ার রাজার
স্ত্রী নুরজাহান বেগম চাকরির
প্রলোভন দেখিয়ে একই এলাকার
রজব আলীর
মেয়ে আখিতারা খাতুন ও
কুষ্টিয়া সদর উপজেলার খোদ্ধ
আইলচারা গ্রামের হাসেন
আলী মন্ডলের
মেয়ে বুলবুলি খাতুনকে নিয়ে ব
সীমান্ত শহরে আসে। ৪
ফেব্রুয়ারি দুপুরে নুরজাহানসহ ৩
পাচারকারী তাদেরকে সীমান্
দিয়ে ভারতে পাচার করে। এর
একদিন পর ভারতের কৃষ্ণনগর
থানা পুলিশ আখি ও
বুলবুলিকে আটক করে। এরপর কৃষ্ণনগর
থানা পুলিশ আদালতের
নির্দেশে তাদেরকে নদীয়া জ
দীর্ঘ এক বছর সেফহোমে থাকার
পর রোববার
দুপুরে তাদেরকে বিজিবির
কাছে ফেরত দেয়া হয়। পুলিশ
দুপুরে তাদেরকে পরিবারের
কাছে হস্তান্তর করেছে।
পতাকা বৈঠকে উপস্থিত
ছিলেন,
দর্শনা বিজিবি ক্যাম্পের
কোম্পানি কমান্ডার সুবেদার
রবিউল আলম, চেকপোস্ট
ইমিগ্রেশন কর্মকর্তা রাশেদ
এবং ভারতের
পক্ষে গেদে বিএসএফ ক্যাম্পের
কোম্পানি কমান্ডার ইন্সপেকটর
বি যাদব ও ইমিগ্রেশন
কর্মকর্তা এম.ডি. র
Home »
২ যুবতীকে ফেরত দিল ভারত
দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
সংবাদদাতা
» ২ যুবতীকে ফেরত দিল ভারত
দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
সংবাদদাতা
২ যুবতীকে ফেরত দিল ভারত দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
Written By Unknown on রবিবার, ৮ মার্চ, ২০১৫ | ১:৪৯ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন