চল্লিশেও যৌবন
ধরে রাখতে
বয়স যতো বাড়তে থাকে ততোই
মনে হতে থাকে নিজের
ফেলে আসা দিনগুলোর কথা। বিশেষ
করে বয়স যখন চল্লিশের কোঠা পার হয়
তখন অনেকেই নিজেকে আয়নায়
দেখে ভেবে থাকেন বছর দশেক আগের
কথা। কল্পনায়
ফেলে আসা দিনগুলোকে দেখতে থাকেন।
কিন্তু কেমন হয় যদি চল্লিশের
কোঠা পার হয়েও নিজের মধ্যে সেই
ত্রিশের যৌবন
ভরা লুকটা ধরে রাখতে পারেন? অবশ্যই
ভালো। ভাবছেন কীভাবে করবেন এই
অসম্ভবকে সম্ভব? তাহলে মেনে চলুন এই
৫ টি ধাপ।
ভুলে যান লো ফ্যাট ডায়েট
নিজের শরীরকে ফিট
রাখতে অনেকেই অল্প বয়স থেকেই সব
কিছুতে লো ফ্যাট খুঁজেন। একেবারেই
ফ্যাটের ধারে কাছে যেতে চান না।
কিন্তু আপনি যদি চল্লিশের পরও
নিজের চেহারায় ত্রিশের লুক
ধরে রাখতে চান তবে এই লো ফ্যাট
ডায়েটের কথা একেবারেই
ভুলে যেতে হবে। কিছুটা ফ্যাট
আমাদের দেহের ক্ষতি নয় বরং উপকারই
করে। ফ্যাট আমাদের দেহের পাওয়ার
হরমোনগুলোকে নিয়ন্ত্রণ
করে এবং আমাদের ত্বকের তারুণ্য
ধরে রাখে।
একই ধরনের শারীরিক পরিশ্রম
এড়িয়ে চলুন
নিয়মিত ব্যায়াম দেহকে ফিট
রাখতে সহায়তা করে। কিন্তু
যদি প্রতিদিন বছরের পর বছর
গৎবাঁধা নিয়মে শারীরিক ব্যায়াম
করে যেতে থাকেন তাহলে তা কিন্তু
আপনার দেহ ও ত্বকের ওপর প্রভাব
ফেলবে।
মাঝে মাঝে দেহকে কিছুদিনের
বিশ্রাম দেয়া এবং বয়সের
সঙ্গে ব্যায়ামের
নিয়মাবলী পরিবর্তনের প্রয়োজন
রয়েছে। কারণ আপনি যেমনটি ৩০ বছর
বয়সে করেছেন তা আপনি ৪০
পেরিয়ে করতে পারবেন না।
এতে দেহে চাপ পড়বে।
‘বয়স হয়ে গিয়েছে’ কথাটি বলবেন না
৪০ পার হতে না হতেই
যদি নিজেকে একজন বয়স্ক মানুষ
ভাবতে থাকেন তাহলে দেহ
এবং ত্বকে এর প্রভাব অবশ্যই পড়বে। বয়স
হয়েছে বলে ত্বকের যত্ন করবেন না,
আগের মতো পরিশ্রম ও ব্যায়াম করবেন
না। এসব করলে কিন্তু চলবে না। সবকিছুর
দোষ বয়সের কাঁধে চাপিয়ে দেবেন
না। মনের ভেতর
ইচ্ছেশক্তি জাগিয়ে রাখুন। দেহ ও
ত্বকে তারুণ্য ধরে রাখতে কাজ করুন।
পানিশূন্যতা প্রতিরোধ করুন
পানি দেহ, ত্বক ও দেহের অভ্যন্তরীণ
অঙ্গপ্রত্যঙ্গের জন্য বিশেষভাবে জরুরী।
নিষ্প্রাণ ত্বক, কিডনির ক্ষতি,
দুর্বলতা এবং সেই সঙ্গে মনের
বার্ধক্যের জন্যে দায়ী পানিশূন্যতা।
নিয়মিত দৈনিক ৬-৮ গ্লাস পানি পান
দেহকে রাখে টক্সিনমুক্ত, সুস্থ ও সবল
এবং ধরে রাখে তারুণ্য।
অতিরিক্ত ব্যায়াম থেকে বিরত থাকুন
কথাটি শুনে অবাক লাগলেও
সত্যিকার অর্থেই অতিরিক্ত
শারীরিক ব্যায়ামের ক্ষতিকর প্রভাব
রয়েছে। ব্যায়াম সুস্থ রাখে ঠিকই
কিন্তু অতিরিক্ত ব্যায়ামের
কারণে দেহের মাংপেশি ও হাড়ের
দুর্বলতা বাড়ে। ত্বকের ওপরেও
পড়ে মারাত্মক ক্ষতিকর প্রভাব।
অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়।
এজন্যে ব্যায়াম করুন, তবে সঠিক
নিয়মে।
০৮ মার্চ ২০১৫/০০ঃ৩৬এএম/আনিকা/
Home »
চল্লিশেও যৌবন
ধরে রাখতে
» চল্লিশেও যৌবন
ধরে রাখতে
চল্লিশেও যৌবন ধরে রাখতে
Written By Unknown on রবিবার, ৮ মার্চ, ২০১৫ | ১:৪৬ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন