শরীয়তমতে স্ত্রীকে আকৃষ্ট
করতে ১০ টিপস
২০১৫ জানুয়ারি ২৪ ১২:৩৩:২২
সব স্বামীরাই চান স্ত্রী তার
প্রতি সব সময় আকৃষ্ট হোক। নিজেই
থাকতে চান স্ত্রীর ভাবনার
জগৎজুড়ে। প্রত্যাশা করেন,
স্ত্রী একমাত্র তাকেই
ভালোবাসবে মন উজাড়
করে দিয়ে। কিন্তু সব স্বামীদের
কপালে তা জোটে না।
তবে সামান্য কিছু
বিষয়ে দৃষ্টি রাখলে স্ত্রীর
ভালোবাসা ভালোবাসা অর্
কোনো ব্যাপারই না। আসুন
জেনে নেই এ ব্যাপারে ১০ টিপস।
ইন্টারনেট অবলম্বনে লিখেছেন-
মো: বাকীবিল্লাহ।
এক. স্ত্রীর চোখের
দিকে তাকিয়ে কথা বলুন।
আলাপের সময় এ দিক সেদিক
তাকাবেন না।
দুই. নিজেকে পরিপাটি ও
পরিচ্ছন্ন রাখুন। সুগন্ধী ব্যবহার করুন।
নারীরা সব সময় তার সঙ্গীর
পরিপাটি ও সুগন্ধময় পরিধেয়
ভালবাসে।
তিন. স্ত্রীকে বিভিন্ন
কাজে সহায়তা করুন। মেয়েরা সব
সময় সহযোগীদের প্রতি আকৃষ্ট হয়।
চার. তার বন্ধুদের
প্রতি সামাজিক হোন। তাদের
নিজের মতো আপন করে নিন।
মেয়েরা সাধারণত সামাজিক ও
মিশুক প্রকৃতির ছেলের প্রতি আকৃষ্ট
হয়।
পাঁচ. একত্রে থাকাবস্থায় অন্য
কারো সাথে ফোনালাপ
পরিহার করার চেষ্টা করুন।
এছাড়া স্ত্রীর
সাথে ফোনে কথা বলার সময়
বোঝাতে চেষ্টা করুন আপনি তার
প্রতি মনোযোগী। তার
প্রতি আপনার পূর্ণ আকর্ষণ রয়েছে।
ছয়. স্ত্রীকে বিভিন্ন প্রশ্ন করুন,
বিশেষত তার সম্পর্কে।
মেয়েরা সব সময় তার
ব্যাপারে আলোচনা পছন্দ করে।
যেমন তার ভাল লাগা, প্রিয়
জিনিস ইত্যাদি।
সাত. কোথাও প্রবেশের সময়
আগে গিয়ে দরজা খুলে তাকে স্ব
জানান। এ বিষয়টি নারীদের
ভীষণ প্রিয়।
আট. তার সৌন্দর্যের প্রশংসা করুন।
যেমন- তোমাকে খুব সুন্দর লাগছে।
পোশাকটিতে তোমাকে ভালে
নয়. স্ত্রীর কাছ থেকে পরামর্শ
নিন। যেমন- কোনো কাজ শুরু
করার আগে মতামত চাওয়া।
এতে সে ভাববে আপনি তাকে গুরুত্
দেন।
দশ. তাঁর ইতিবাচক
দিকগুলো তুলে ধরুন। যেমন
তোমাকে হাসিখুশি মনে হয়।
তোমার সব কাজই ভালো হয়।
তুমি অনেক পজিটিভ ইত্যাদি।
এসব বিষয়ের
প্রতি মনোযোগী হলে স্ত্রী আপন
প্রতি ইতিবাচক হবে আকর্ষণ অনুভব
করবে।
Home »
শরীয়তমতে স্ত্রীকে আকৃষ্ট
করতে ১০ টিপস
» শরীয়তমতে স্ত্রীকে আকৃষ্ট
করতে ১০ টিপস
শরীয়তমতে স্ত্রীকে আকৃষ্ট করতে ১০ টিপস
Written By Unknown on মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫ | ১২:৩৭ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন