Home » » মোদিকে ঢাকায় আসতে কাদের সিদ্দিকীর বারণ

মোদিকে ঢাকায় আসতে কাদের সিদ্দিকীর বারণ

Written By Unknown on বুধবার, ৪ মার্চ, ২০১৫ | ৪:৫১ AM

মোদিকে ঢাকায়
আসতে কাদের
সিদ্দিকীর বারণ
ঢাকা : কৃষক শ্রমিক জনতা লীগ
সভাপতি বঙ্গবীর কাদের
সিদ্দিকী ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদিকে বাংলাদেশ
সফরে আসতে বারণ করেছেন।
বুধবার দুপুরে মতিঝিলে দলীয়
কার্যালয়ের সামনে চলমান
অবস্থান কর্মসূচিতে তিনি এ
কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন,
‘শুনেছি কয়েক দিনের
মধ্যে ঢাকায় আসবেন মোদি।
আমি বলব, অবৈধ সরকারের
সঙ্গে দেখা করতে আপনি (মোদি)
এ দেশে আসবেন না।
আসলে ফুল পাবেন না,
মালা পাবেন না, পাবেন শুধু
জ্বালা।’ মোদির
উদ্দেশে তিনি আরও বলেন,
‘আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত
শান্তি ফিরে না আসবে ততক্ষণ
পর্যন্ত বর্তমান সরকারের
সঙ্গে আপনি যোগাযোগ রাখবেন
না।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে বঙ্গবীর
বলেন, ‘আপনি বিদেশিদের
সঙ্গে আলোচনা করতে পারেন,
তাহলে স্বদেশিদের
সঙ্গে আলোচনা করতে সমস্যা কোথায়।
আমি তো অনেক আগেই
থেকে বলে আসছি দেশের
শান্তির জন্য
প্রয়োজনে চারালের
সঙ্গে আলোচনায় বসুন।’
?
সাম্প্রতিক প্রকাশিত
জনরোষ
থেকে বাঁচতে খালেদা কারাগারে
প্রধানমন্ত্রী
04/03/2015
অগ্নিকান্ডে ২০টি দোকান
পুড়ে ছাই,দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি
04/03/2015
আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৩তম
বার্ষিক ক্রীড়া ও
সাংস্কৃতিক
প্রতিযোগীতার পুরস্কার
বিতরণী অনুষ্ঠিত
04/03/2015
সৃজনশীল মেধা অন্বেষন
প্রতিযোগীতা সেরাদের
সেরা, ওরা ১২ জন
04/03/2015
ইটিভির প্রতিবেদক কনক ৫
দিনের রিমান্ডে
04/03/2015
৪৭ বিএনপি-জামায়াত
কর্মীসহ ৭৭ জন আটক
04/03/2015
৪১৮ রানে টার্গেট
দিলো অস্ট্রেলিয়া
04/03/2015
নাটোরে পৃৃথক সড়ক দুর্ঘটনায়
নিহত ২

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন