Home » » যেভাবে প্রভাবশালী হলো বুশ পরিবার

যেভাবে প্রভাবশালী হলো বুশ পরিবার

Written By Unknown on রবিবার, ২২ মার্চ, ২০১৫ | ৫:৩৬ AM

যেভাবে
প্রভাবশালী
হলো বুশ পরিবার
শেয়ার - মন্তব্য (0) - প্রিন্ট
অ অ- অ+
সম্প্রতি জর্জ ডব্লিউ বুশের
ছোটভাইয়ের সন্তান
ফ্লোরিডার সাবেক গভর্নর জেব
বুশ মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী
প্রেসিডেন্ট নির্বাচনের
প্রার্থী হওয়ার প্রস্তুতি
নিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের
সবচেয়ে প্রভাবশালী
পরিবারের মধ্যে সাবেক
মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের
পরিবার অন্যতম। এ পরিবারে
রয়েছে দীর্ঘ পাঁচ প্রজন্ম ধরে
অর্থবিত্ত ও ক্ষমতার ইতিহাস। এক
প্রতিবেদনে বিষয়টি
জানিয়েছে বিজনেস
ইনসাইডার।
বুশ পরিবারের রয়েছে ৬০
মিলিয়ন ডলার সমপরিমাণ সম্পদ। এ
ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের
রাষ্টপতির পদটি অলংকৃত
করেছেন এ পরিবারের দুই সদস্য।
ভবিষ্যতে আরও সদস্য এ পদে আসীন
হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্যামুয়েল প্রেসকট বুশ ওহাইয়ো
স্টিল ও রেইলরোডের
এক্সিকিউটিভ ছিলেন। তিনি
তার পরিবারের মূল ভিত্তি
স্থাপন করেন। তিনি
প্রতিষ্ঠানটির শিক্ষানবিশ
থেকে ক্রমে উন্নতি করতে করতে
প্রেসিডেন্টে পরিণত হন। তিনি
১৮৬৩ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত
বেঁচে ছিলেন। তার বাবার নাম
জেমস স্মিথ বুশ, যিনি ইংলিশ ও
জার্মান বংশোদ্ভূত বলে
জানিয়েছে উইকিপিডিয়া।
মার্কিন যুক্তরাষ্ট্রে স্যামুয়েল
প্রেসকট বুশের পরবর্তী প্রজন্ম
ক্রমাগত উন্নতি করে গিয়েছেন।
এ পরিবারের সবারই ছিল প্রচণ্ড
সম্পদ আর ক্ষমতার মোহ। বিভিন্ন
শীর্ষস্থানীয় ব্যাংক ও
ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্যোক্তা এ
পরিবার।
এ পরিবারের সদস্যদের আরেকটি
বিষয় হলো, তারা একে অন্যের
সহায়তায় প্রায়ই এগিয়ে যায়।
প্রেসিডেন্ট নির্বাচনেও এ
পরিবারের সদস্যদের পরস্পরকে
সহায়তা করতে দেখা যায়।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন