Home » » রাষ্ট্রীয় সংবর্ধনা পাবে টাইগাররা

রাষ্ট্রীয় সংবর্ধনা পাবে টাইগাররা

Written By Unknown on রবিবার, ২২ মার্চ, ২০১৫ | ৫:১০ AM

রাষ্ট্রীয় সংবর্ধনা
পাবে টাইগাররা
ফাইল ফটো
সময়ের কণ্ঠস্বর : বাংলাদেশ
জাতীয় ক্রিকেট দল রোববার
সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে ।
সেখানে বাংলাদেশ ক্রিকেট
বোর্ড (বিসিবি) তাদের শুভেচ্ছা
জানাবে। পরে টাইগারদের
রাষ্ট্রীয় সংবর্ধনা দেয়া হবে
বলে জানিয়েছেন বিসিবির
মিডিয়া কমিটির চেয়ারম্যান
জালাল ইউনুস।
গত ১৯ মার্চ বিশ্বকাপের দ্বিতীয়
কোয়ার্টার ফাইনালে ভারতের
কাছে ১০৯ রানে হেরে
বিশ্বকাপ থেকে বিদায় নেয়
বাংলাদেশ। বাংলাদেশ এবার
প্রথমবারের মত বিশ্বকাপের নকআউট
পর্বে খেলতে পেরেছে।
বিশ্বকাপে বাংলদেশ মোট ছয়টি
ম্যাচ খেলেছে। এর মধ্যে
টাইগাররা জিতেছে তিনটিতে
ও হেরেছে তিনটিতে। আর
অস্ট্রেলিয়ার সাথে গ্রুপ পর্বে
তালিকাভুক্ত একটি ম্যাচ বৃষ্টির
কারণে পরিত্যক্ত হয়েছিল।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন