‘জীবীত মুক্তিযোদ্ধা
হয়ে ফুটপাতেও থাকতে
পারবো না ভাবিনি
কখনও’
২০১৫ মার্চ ২৬ ২৩:১৮:৩৮
ঢাকা: কৃষক শ্রমিক জনতা লীগের
সভাপতি বঙ্গবীর কাদের
সিদ্দিকী বলেছেন, মুক্তিযুদ্ধে
আমি যদি মারা যেতাম, তবে আজ
আমার স্মৃতির প্রতি রাষ্ট্রপতি,
প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাতেন।
অথচ জীবিত আছি বলে ফুটপাথেও
নিরাপদে থাকতে পারবো না,
সেটা আমি ভাবিনি কখনো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
উদ্দেশ্য করে তিনি বলেন, আমি
মারা গেলে আপনার স্মৃতি
তর্পনের কোন সুযোগ হবে না,
আপনি আমার মরদেহে ফুল দিতে
পারবেন না। এমনকি আমার
মরদেহের পাশে যাওয়ার
অধিকারও আপনাকে দেব না।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে
বৃহস্পতিবার বিকেলে
মতিঝিলের দলীয় কার্যালয়ের
সামনে কৃষক শ্রমিক জনতা লীগ
আয়োজিত আলোচনা সভায়
সভাপতির বক্তব্যে তিনি এসব কথা
বলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন,
জীবিত থাকাকালে কোন
মুক্তিযোদ্ধা যথাযথ সম্মান পায়
না কিন্তু মৃত্যুর পর পুলিশের ময়লা বুট
দিয়ে রাষ্ট্রীয়ভাবে স্যালুটের
নামে মাটিতে লাথি মারা হয়।
আমি মারা যাওয়ার পর আমার
লাশকে রাষ্ট্রীয়ভাবে স্যালুট
করা হোক সেটা আমি চাই না।
ভারতের সমালোচনা করে
বঙ্গবীর বলেন, মুক্তিযুদ্ধে ভারতীয়
সেনাদের রক্ত আমাদের রক্তের
সাথে একাকার হয়েছে।
বঙ্গবন্ধুকে হত্যার পর প্রায় ১৬ বছর
আমি ভারতের আশ্রয়ে ছিলাম
বলে মাতৃভূমি বাংলাদেশের
পরে আমি ভারতের একনিষ্ঠ সমর্থক।
কিন্তু ৫ই জানুয়ারির তামাশার
নির্বাচনে সমর্থন দিয়ে
বাংলাদেশে ভারতের
জনপ্রিয়তা অনেক নিচে নেমে
গেছে। আর বিশ্বকাপ ক্রিকেটের
কোয়ার্টার ফাইনালে
বাংলাদেশের সঙ্গে ভারত যে
আচরণ করেছে তাতে
বাংলাদেশের মানুষের হৃদয়
থেকে ভারতের নাম মুছে
যাওয়ার উপক্রম হয়েছে।
তিনি আরো বলেন, ভারত যদি
বাংলাদেশের মানুষের সমর্থন না
চেয়ে শুধু শেখ হাসিনার সমর্থন
চায় তবে এদেশে একদিন ভারতের
নাম নেয়ার মানুষ থাকবে না।
এ আলোচনা সভায় আরো বক্তব্য
রাখেন, দলের যুগ্ম-সম্পাদক ইকবাল
সিদ্দিকী, বাংলাদেশ ফটো
জার্নালিস্ট এসোসিয়েশনের
সাধারণ সম্পাদক মীর আহমেদ মীরু,
ছাত্র আন্দোলনের আহবায়ক
রিফাতুল ইসলাম দীপ, কাওসার
জামান খান, প্রকোশলী ফেরদৌস
ইসলাম, শ্রমিক নেতা আনিসুর
রহমান ও ছাত্রনেতা জিহাদ
চৌধুরী।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ
হাসিনাকে আলোচনায় বসা এবং
বেগম খালেদা জিয়াকে অবরোধ
প্রত্যাহার করে দেশ ও মানুষ
বাঁচানোর দাবিতে গত ২৮
জানুয়ারি থেকে একজন
মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবীর
কাদের সিদ্দিকী বীর উত্তম
মতিঝিলের ফুটপাথে অবস্থান
চালিয়ে যাচ্ছেন।
Home »
জীবীত মুক্তিযোদ্ধা
হয়ে ফুটপাতেও থাকতে
পারবো না ভাবিনি
কখনও’
» জীবীত মুক্তিযোদ্ধা
হয়ে ফুটপাতেও থাকতে
পারবো না ভাবিনি
কখনও’
জীবীত মুক্তিযোদ্ধা হয়ে ফুটপাতেও থাকতে পারবো না ভাবিনি কখনও’
Written By Unknown on বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০১৫ | ১০:২৭ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন