Home » , » আযান শুনলে ফোঁটে যে ফুল, আবার আযান শেষ হলেই বন্ধ হয়ে যায

আযান শুনলে ফোঁটে যে ফুল, আবার আযান শেষ হলেই বন্ধ হয়ে যায

Written By Unknown on মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫ | ১২:৩০ AM

আযান
শুনলে ফোঁটে যে ফুল,
আবার আযান শেষ হলেই বন্ধ
হয়ে যায়
২০১৫ জানুয়ারি ২৮ ১১:৫৬:৩৮
আযান ফুল। হ্যাঁ, আমি মুসলমানদের
নামাজের জন্য যে আযান, তার
কথাই বলছি। বিস্ময়কর হলেও সত্য
যে, আজারবাইজানের এক
প্রজাতির ফুল আযান শুনলেই
ফোঁটে। আবার আযান শেষ হলেই
বন্ধ হয়ে যায়।এই ফুল নিয়ে অনেক
গবেষণা হয়েছে।
আযানের মতো সুর করে অন্য
কোনো কিছু গাওয়া হলে ফুল
ফুঁটছে না। যতবার আযানের শব্দ
ওখানে পৌঁছায়, ততবার
ফুঁটছে সে ফুল।বিজ্ঞানের সকল
গবেষণার পর ফল একটা-ই
পাওয়া গেছে। আর তা হলো-
‘দু:খিত! আমরা এই রহস্যের
ব্যাখা করতে পারছি না। একমাত্র
আল্লাহই ভালো জানেন’

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন