হেরে গেলেন
হ্যাপীর আইনজীবী
অনলাইন ডেস্ক
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির
(২০১৫-১৬) সেশন নির্বাচনে সভাপতি
পদে লড়াই করে হেরে গেলেন
আলোচিত চিত্রনায়িকা নাজনীন
আক্তার হ্যাপীর আইনজীবী
অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। তিনি
এবারের নির্বাচনে সভাপতি পদে
স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
বাংলাদেশ
ক্রিকেট দলের
পেসার মো. রুবেল
হোসেনকে
বিদেশে যাওয়ার
অনুমতি ও তার
জামিন আদেশ
বাতিলের
নির্দেশনা চেয়ে
হাইকোর্টে
হ্যাপীর পক্ষে
একটি রিভিশন
আবেদন
করেছিলেন এই
আইনজীবী।
আলোচিত হ্যাপীর এ ঘটনাকে কেন্দ্র
করেও তিনি আদালতের শুনানিতে না
যাওয়ায় হ্যাপীর সে আবেদনটি
খারিজ করে দেন আদালত।
হ্যাপীর সে আবেদনের শুনানিতে
তিনি কেন আদালতে যাননি এমন
প্রশ্নের জবাবে সে সময় অ্যাডভোকেট
ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের
বলেছিলেন, ‘হ্যাপী আদালতের
শুনানিতে অংশ না নেয়ার কথা বলায়
আমি আদালতে যাইনি।’
নির্বাচনে সভাপতি পদে নির্বাচন
করে তিনি ভোট পেয়েছেন মাত্র
২৬টি। গতবার পেয়েছিলেন ২২ ভোট।
তবে টানা দুই বার হেরে গেলেও ইউনুছ
আলী আকন্দ ভবিষ্যতেও সভাপতি পদে
নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
যদিও এ পদে নির্বাচনের মনোনয়নপত্র
কিনতে ৩০ হাজার টাকা প্রয়োজন হয়।
মঙ্গলবার সকালে সুপ্রিমকোর্ট বারের
নির্বাচনের ফলাফল ঘোষণার পর ল’
রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে
কথা হয় এ আইনজীবীর সঙ্গে।
নির্বাচনের ব্যাপারে জানতে
চাইলে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ
বলেন, ‘আমি প্রতি বছরই সভাপতি পদে
নির্বাচন করে যাবো। আমাকে
আইনজীবীরা অবশ্যই একবার সভাপতি
পদে নির্বাচিত করবেন।’
Home »
হেরে গেলেন
হ্যাপীর আইনজীবী
» হেরে গেলেন
হ্যাপীর আইনজীবী
হেরে গেলেন হ্যাপীর আইনজীবী
Written By Unknown on মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫ | ৮:৩৮ PM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন