Home » » জোবায়দার মামলায় বিবাদী দুদক

জোবায়দার মামলায় বিবাদী দুদক

Written By Unknown on বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫ | ১১:০৮ PM

জোবায়দার মামলায়
বিবাদী দুদক
ডেস্ক রিপোর্ট
« আগের সংবাদ পরের সংবাদ»
সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান
তারেক রহমানের স্ত্রী ডা.
জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি
দমন কমিশনের (দুদক) করা মামলায় দুদককে
বিবাদী করা হয়েছে। বিচারপতি
মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি
জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ
বৃহস্পতিবার দুদকের পক্ষভুক্তের
আবেদনটি মঞ্জুর করেন। এই মামলায়
বিবাদী হতে বুধবার হাইকোর্টে
আবেদন করেন দুদকের আইনজীবী
অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর
ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১
লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক
হওয়া ও সম্পদের তথ্য গোপনের
অভিযোগে দুদক কাফরুল থানায় এ
মামলা দায়ের করেন। মামলায় তারেক
রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান
ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি
করা হয়। পরে একই বছরে জোবায়দা
রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে
হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত
করে রুল জারি করেন। ওই মামলায় দুদক
পক্ষভুক্ত হতে আবেদন করলে শুনানি
শেষে বৃহস্পতিবার হাইকোর্ট দুদকের
আবেদনটি গ্রহণ করেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন