Home » » ইয়েমেনে জেল ভেঙে ২৭০ বন্দীকে মুক্ত করলো আল- কায়েদা

ইয়েমেনে জেল ভেঙে ২৭০ বন্দীকে মুক্ত করলো আল- কায়েদা

Written By Unknown on বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫ | ১১:০৪ PM

ইয়েমেনে জেল ভেঙে ২৭০
বন্দীকে মুক্ত করলো আল-
কায়েদা
ডেস্ক রিপোর্ট
« আগের সংবাদ পরের সংবাদ»
সানা: ইয়েমেনের উপকূলীয় শহর
মুকাল্লায় বৃহস্পতিবার সকালে একটি
কারাগারে হামলা চালিয়ে ২৭০ জন
বন্দীকে মুক্ত করে নিয়েছে আল-
কায়েদার যোদ্ধারা।
প্রতিরক্ষা কর্মকর্তারা জানান,
কারাগার থেকে পালিয়ে
যাওয়াদের এক তৃতীয়াংশই আল-
কায়েদার সাথে সংশ্লিষ্ট।
যারা পালিয়ে গেছেন তাদের অন্যতম
হলেন আল-কায়েদার সিনিয়র নেতা
খালদ বাতারফি।
বৃহস্পতিবার সকালে ওই হামলার পর
হামলাকারীরা শহরের কেন্দ্রীয়
কারাগার, কেন্দ্রীয় ব্যাংক, রেডিও
স্টেশনসহ বহু সংখ্যক সরকারী ভবন দখল
করে নেয়।
এরপর সরকারি সেনারা এসে আক্রমণ শুরু
করলে বেশিরভাগ জঙ্গি পালিয়ে
যায় বলে সরকারি কর্মকর্তারা জানান।
গত মাসেও এডেনের আল মনসুরা
কেন্দ্রীয় কারাগার থেকে কয়েক শ’
কারাবন্দী পালিয়ে যায়।
ইয়েমেনের প্রেসিডেন্ট আবদো রাব্বু
মানসুর হাদিকে শিয়া হুথি
বিদ্রোহীরা উৎখাত করার পর থেকেই
দেশটি গভীর রাজনৈতিক সঙ্কটে
নিপতিত হয়েছে।
ইয়েমেন নিয়ে সুন্নী শাসিত সৌদি
আরব ও শিয়া প্রধান ইরান প্রক্সি যুদ্ধে
জড়িয়ে পড়েছে।
সুন্নী হাদিকে পুনর্বহালে হুথি
বিদ্রোহীদের ওপর বিমান হামলা
চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন
বহুজাতিক বাহিনী।
অন্যদিকে হুথি বিদ্রোহীদের সমর্থন
দিচ্ছে ইরান।
এডেনে বিদেশি সেনা
এদিকে সৌদি আরবের বিমান হামলার
মধ্যেই হুথি বিদ্রোহীরা বন্দর নগরী
এডেনের নিয়ন্ত্রণ নেয়ার পর সেখানে
বিদেশি সেনারা অবতরণ করেছে বলে
অসমর্থিত খবরে বলা হয়েছে। তবে
তারা কোন দেশের তার নিশ্চিত
হওয়া যায়নি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন