Home » , » মতিয়া চৌধুরী বলেন, রাজনীতিতে শেখ হাসিনা বুলেটের ভয় পান না

মতিয়া চৌধুরী বলেন, রাজনীতিতে শেখ হাসিনা বুলেটের ভয় পান না

Written By Unknown on শুক্রবার, ৩ এপ্রিল, ২০১৫ | ১০:১৩ PM

মতিয়া চৌধুরী বলেন,
রাজনীতিতে শেখ হাসিনা
বুলেটের ভয় পান না
ডেস্ক রিপোর্ট
« আগের সংবাদ পরের সংবাদ»
শেরপুর: ‘রাজনীতিতে শেখ হাসিনা
বুলেটের ভয় পান না। তাকে মারার
জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা করা
হয়েছিল কিন্তু তিনি প্রাণে বেঁচে
গেছেন।’-এ কথা বলেছেন কৃষিমন্ত্রী
মতিয়া চৌধুরী।
শুক্রবার বিকেলে শেরপুরের
নালিতাবাড়ী উপজেলা আওয়ামী
লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তেব্যে এ
কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘তিনি(শেখ হাসিনা)
দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে
এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার
লক্ষ্যে কাজ করছেন। তার ছেলে সজিব
ওয়াজেদ জয়কে তথ্য ও প্রযুক্তি
উপদেষ্টা বানিয়েছেন। আর বিনা
পয়সায় জয় ডিজিটাল বাংলদেশ গড়ার
লক্ষ্যে নিরলসভাবে কাজ করে
যাচ্ছেন।
কৃষকদের উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী বলেন,
‘এখন সার আপনাদের খুঁজতে হয় না। সারই
আপনাদের খোঁজে।’
দ্বিতীয় অধিবেশনে আগামী তিন
বছরের জন্য জিয়াউল হক মাস্টারকে
সভাপতি ও ফজলুল হককে সাধারণ
সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট
নালিতাবাড়ী উপজেলা আওয়ামী
লীগের কমিটি ঘোষণা করেন দলের
সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন।
মুক্তিযোদ্ধা জিয়াউল হক মাস্টারের
সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন,
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম
এমপি, জাতীয় সংসদের হুইপ আতিউর
রহমান আতিক এমপি, আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-
প্রচার সম্পাদক অসিম কুমার উকিল,
শেরপুর-৩ আসনের এমপি এ কে এম ফজলুল
হক চান সহ অন্যান্যরা।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন