Home » , » সালাই উদ্দিনকে খুঁজে বের করার দায়িত্ব পুলিশেরই, স্বীকার আইজিপির

সালাই উদ্দিনকে খুঁজে বের করার দায়িত্ব পুলিশেরই, স্বীকার আইজিপির

Written By Unknown on শুক্রবার, ৩ এপ্রিল, ২০১৫ | ৯:২৮ PM

সালাই উদ্দিনকে খুঁজে বের
করার দায়িত্ব পুলিশেরই,
স্বীকার আইজিপির
ডেস্ক রিপোর্ট
« আগের সংবাদ পরের সংবাদ»
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন
আহমেদকে খুঁজে বের করার দায়িত্ব
পুলিশেরই বলে জানিয়েছেন পুলিশের
মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল
হক।
একই সঙ্গে পুলিশ সালাহ উদ্দিনকে
খুঁজে পেতে আন্তরিকভাবে কাজ
করছে দাবি করে আইজিপি বলেন,
আমার জানামতে, কোনো আইন-শৃঙ্খলা
বাহিনী তাঁকে গ্রেফতার করেনি।
আমরা চেষ্টা করছি, তাঁকে খুঁজে বের
করে গ্রেফতার করার জন্য। আমরা সেই
দায়িত্ব পালন করছি। আমরা জানার
চেষ্টা করছি, তিনি কোথায় আছেন।
শুক্রবার দুপুরে সিলেট রেঞ্জ রিজার্ভ
ফোর্সের ব্যারাক উদ্বোধন করার পর
সাংবাদিকদের তিনি এ কথা
জানান।
এ সময় তিনি এক প্রশ্নের জবাবে সিটি
করপোরেশন নির্বাচনে যেসব প্রার্থীর
বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের
প্রচারণায় পুলিশের বাধা দেয়া
প্রসঙ্গে বলেন, ‘আইন তো আপন গতিতে
চলবে। কে নির্বাচন করল, কে করল না
সেটা ব্যাপার নয়। আইন আপন গতিতে
চলবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন