Home » » মায়ের বিয়ে দেবেন মেয়ে!

মায়ের বিয়ে দেবেন মেয়ে!

Written By Unknown on শনিবার, ১৩ জুন, ২০১৫ | ৯:২৭ AM

মায়ের বিয়ে
দেবেন মেয়ে!

চিরকালই দেখা যায়, বাবা-
মা মেয়ের বিয়ে দিতে
উঠে পড়ে লেগেছেন।
মেয়ের জন্য ভাল পাত্র
খুঁজতে মাথার ঘাম পায়ে
ফেলছেন তারা। কিন্তু এবার
ঘটছে উল্টো ঘটনা। মায়ের
বিয়ে দেওয়ার জন্য ভালো
পাত্র খুঁজছেন মেয়ে।
তবে বিষয়টি বাস্তবে নয়,
ঘটছে চলচ্চিত্রে।
টালিউডের অন্য ধারার
ছবিতে এসকে মুভিজের প্রথম
পদক্ষেপ এটি। আর এরকম একটি
ঘটনার গল্প নিয়ে নাম ঠিক
না হওয়া ছবিটি পরিচালনা
করবেন পরিচালক অভিজিত্
গুহ আর সুদেষ্ণা রায়।
সুদেষ্ণা রায় বলেন, বাবা-
মা মেয়ের জন্য যেমন পাত্র
খোঁজেন, যাতে মেয়ে
বাকি জীবনটা সুখে-
শান্তিতে কাটাতে পারে।
ঠিক তেমনই একজন মেয়েও
তো চাইতে পারেন, তার
মা'র জন্য সত্ পাত্র খুঁজে
আনতে। যাতে সামনের
দিনগুলোতে আরও
ভালোভাবে বাঁচতে
পারেন তার মা। অর্থাত্ মা
সিঙ্গল মাদার! বাবা
থাকলে তো এমন প্রয়োজন
হতো না।
তিনি আরও বলেন, ছবিতে
একজন সিঙ্গেল মাদারের
গল্প তুলে ধরা হয়েছে। যে
তার মেয়েকে বড় করে
তোলে। পরে বড় হয়ে
যাওয়ার পর মেয়ে ব্যস্ত হয়ে
পড়ে নিজের জগতে। কিন্ত্ত
মেয়ে চায়, নিজের জগতে
মেতে ওঠার আগে, তার
মা'কে সুপাত্রের হাতে
তুলে দিতে। এর পরই মায়ের
জন্য পাত্র খোঁজা শুরু করে
দেয় সে।
অপর পরিচালক অভিজিত্ গুহ
বলেন, ছবির নাম ঠিক হতে
আরও কিছুটা সময় লাগবে।
তবে প্রাথমিকভাবে ছবির
নাম ঠিক করা হয়েছে 'আমার
মা'।
তিন জানান, সিঙ্গেল
মাদারের চরিত্রে অভিনয়
করছেন জনপ্রিয় অভিনেত্রী
শ্রীলেখা। আর মেয়ের
ভূমিকায় থাকছেন সায়নি
ঘোষ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন