Home » » সাবধান! মাইক্রোবাসে ‘হাতুড়ি বাহিনী’

সাবধান! মাইক্রোবাসে ‘হাতুড়ি বাহিনী’

Written By Unknown on মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫ | ১২:০৫ AM

সাবধান!
মাইক্রোবাসে
‘হাতুড়ি
বাহিনী’
নিজস্ব প্রতিবেদক,
সংবাদ২৪.নেট
রমজানে সন্ধ্যার পর
রাজধানীতে সৃষ্টি হয়
গণপরিবহন সংকট। ঠিক এই
সংকট কাজে লাগিয়ে
রাজধানীতে দাপিয়ে
বেড়াচ্ছে ভ্রাম্যমান
অপহরণকারী চক্র। অস্ত্র
হিসেবে এই চক্র ব্যবহার
করছে ছোট সাইজের হাতুড়ি,
প্লেয়ার্সের মতো নানা
ধরণের সরঞ্জাম।
সম্প্রতি রাজধানী থেকে
এমনই একটি চক্রকে আটক
করেছে সিআইডি। কথা হলে
সিআইডির বিশেষ পুলিশ
সুপার আব্দুল্লাহেল বাকি
এসব তথ্য জানান। নরসিংদী,
খিলগাঁও এবং ধানমন্ডির
৩টি অপহরণ মামলা তদন্ত
করতে গিয়ে সিআইডি
ভ্রাম্যমান এই অপহরণকারী
চক্রের সন্ধান পায়।
তিনি দাবি করেন, এই
চক্রের যিনি মূলহোতা,
তিনি বরখাস্ত হওয়া সেনা
সদস্য। এছাড়া এই গ্রুপে
আরো একজন বরখাস্ত হওয়া
পুলিশের উপপরিদর্শক (এসআই)
রয়েছেন।
সিআইডির এই কর্মকর্তা বলেন,
“এই চক্রটি রমজানে
রাজধানীতে আসে। কখনো
কালো গ্লাসের হাইএস,
কখনো আবার এক্স করোলা
নিয়ে সন্ধ্যার পর চক্কর দিতে
থাকে ব্যস্ততম
পয়েন্টগুলোতে। যাত্রীরা
যখন গণপরিবহনের জন্য
রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা
অপেক্ষা করতে থাকে, ঠিক
তখনই এই চক্রটি তাদের কাছে
গিয়ে ডাকতে থাকে।
তাদের ডাকে সাড়া
দেওয়া মাত্রই ওই সব
যাত্রীদের তুলে নেওয়া হয়
গাড়িতে। তারপর শুরু হয় ছোট
ছোট হাতুড়ি দিয়ে মাথাসহ
শরীরের বিভিন্ন হাড়ে
আঘাত করা। একই সঙ্গে
প্লেয়ার্স দিয়ে হাতের
আঙুল চেপে ধরা হয়। বলা হয়,
বাঁচতে চাইলে পরিবারের
এমন কারো নম্বর দে, যে
টাকা দিতে পারবে।
পরিকল্পনা মোতাবেক অপহৃত
যাত্রীর কাছ থেকে তার
স্বজনের নম্বর নিয়ে
সেখানে মুক্তিপণ দাবি
করা হয়। তবে সাধারণ
অপহরণকারীদের সঙ্গে এদের
ক্ষাণিকটা পার্থক্য রয়েছে,
তা হলো, এদের দাবিকৃত
মুক্তিপণের পরিমান খুব
বেশি নয়। কখনো দশ হাজার,
কখনো আবার ৫০ হাজার।
তবে এই চক্রের দাবি লাখ
টাকার ওপরে নয়। কারণ এরা
বেশি সময় নেয় না। আধ ঘণ্টা
থেকে এক ঘণ্টার মধ্যে কাজ
শেষ করে।
সিআইডির বিশেষ পুলিশ
সুপার আব্দুল্লাহেল বাকি
বলেন, “এই চক্রটিকে আটক
করার সময় তাদের হেফাজত
থেকে একটি এক্সকরোলা
গাড়ি জব্দ করা হয়েছে। ওই
গাড়িতে একটি মোবাইল
সেটও ছিলো, কিন্তু তাতে
কোনও সিম ছিল না। তবে
ফোনটির জিমেইল
অ্যাকাউন্ট সাইন ইন করা
ছিলো। সেই ঠিকানা ধরে
আমরা ফোনের মালিককে
খোঁজার চেষ্টা করছি।”
উল্লেখ্য, সম্প্রতি রাজধানী
থেকে গারো এক তরুণীকে
চলন্ত মাইক্রোবাসে তুলে
নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন