Home » , » দেশে বিচারহীনতার সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা হচ্ছে, অভিযোগ টিআইবি পরিচালকের

দেশে বিচারহীনতার সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা হচ্ছে, অভিযোগ টিআইবি পরিচালকের

Written By Unknown on মঙ্গলবার, ৯ জুন, ২০১৫ | ৫:৪১ AM

দেশে বিচারহীনতার
সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা
হচ্ছে, অভিযোগ টিআইবি
পরিচালকের
ডেস্ক রিপোর্ট
« আগের সংবাদ পরের সংবাদ»
দেশে বিচারহীনতার সংস্কৃতিকে
প্রতিষ্ঠা করা হচ্ছে বলে অভিযোগ
করেছেন ট্রান্সপারেন্সি
ইন্টারন্যাশনাল বাংলাদেশের
(টিআইবি) নির্বাহী পরিচালক ড.
ইফতেখারুজ্জামান।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি
লাউঞ্জে সোমবার বিকেলে পার্বত্য
চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন
আয়োজিত ‘কল্পনা চাকমা অপহরণের ১৯
বছর এবং মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত
ও বিচারের দাবি’ শীর্ষক সংবাদ
সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এতে তিনি বলেন, কল্পনা চাকমা
অপহরণ মামলার ১৯ বছর পরও এর সুরাহা
হয়নি। এ ঘটনার মধ্য দিয়েই প্রমাণিত হয়
যে দেশে বিচারহীনতার সংস্কৃতিকে
প্রতিষ্ঠা করা হচ্ছে।
টিআইবি নির্বাহী পরিচালক আরও
বলেন, যে কোনো অপরাধ সংঘটিত
হওয়ার পর যখন তার সুষ্ঠু বিচার হয় না,
এমনকি অপরাধীরা বিচার থেকে
মুক্তি পায়- তখন সমাজে অপরাধ বেড়ে
যায়। পাশাপাশি অন্যরা এ ধরনের
অপরাধ করতে উৎসাহিত হয়, যা কি না
আমরা এখন দেখতে পাচ্ছি।
তিনি আরও বলেন, বিচারহীনতার
সংস্কৃতিকে উৎসাহিত করতে যে
উপাদানগুলোর প্রয়োজন তার সবই করা
হচ্ছে।
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন,
রাষ্ট্রের দায়িত্ব ছিল কল্পনা
চাকমাকে উদ্ধার করা। কারণ কল্পনা
চাকমা শুধু একজন নারীর নাম নয়, বরং
একজন নাগরিকের নাম। তাকে উদ্ধার
করতে না পারা রাষ্ট্রের বিরাট
ব্যর্থতা।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী
পরিচালক সুলতানা কামাল।
সংবাদ সম্মেলনে সুলতানা কামাল
বলেন, পার্বত্য চট্রগ্রামের আদিবাসী
নারীর ওপর নির্যাতন ও অপহরণের সঙ্গে
জড়িতদের অধিকাংশ সময় অভিযোগ ও
শাস্তি থেকে মুক্তি দেওয়া হয়।
পার্বত্য চট্টগ্রামের বহু মামলা কল্পনা
চাকমার মামলার মতো ঝুলে আছে বহু
বছর ধরে, যেগুলো কোনটারই সুরাহা
হয়নি। যার কারণে একই ঘটনা বারবার
ঘটছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন