Home » » পেকুয়ায় ম্যালেরিয়া রোগ বিষয়ক করণীয় শীর্ষক আলোচনা সভা

পেকুয়ায় ম্যালেরিয়া রোগ বিষয়ক করণীয় শীর্ষক আলোচনা সভা

Written By Unknown on মঙ্গলবার, ৯ জুন, ২০১৫ | ৯:৪০ PM

পেকুয়ায় ম্যালেরিয়া রোগ
বিষয়ক করণীয় শীর্ষক আলোচনা
সভা
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
« আগের সংবাদ পরের সংবাদ»
কক্সবাজারের পেকুয়ায় ম্যালেরিয়া
রোগ বিষয়ক করণীয় শীর্ষক এক আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জুন সকাল ১১
টায় আমাদের অঙ্গিকার ম্যালেরিয়া
মুক্ত পরিবার এ প্রতিপাদ্য বিষয় নিয়ে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এন জিও
সংস্থা একলাবের উদ্যোগে
ম্যালেরিয়া নিয়ন্ত্রন কর্মসূচীর
অগ্রগতি ও কমিউনিটির অংশগ্রহণ
নিশ্চিত করণে করণীয় নিধারণ শীর্ষক
এক আলোচনা সভা উপজেলা সম্মেলন
কক্ষে উপজেলা পরিষদের ভাইস
চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জুর
সভাপতিত্বে ও উপজেলা একলাবের
ম্যানেজার জাহেদুল আলমের
পরিচালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা
সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন
হাফেজ জিয়াউল হক। এতে প্রধান
অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের ভারপ্রাপ্ত টি এইচ ও ডা:
মজিবুর রহমান। এতে বিশেষ অতিথি
ছিলেন শহীদ জিয়াউর রহমান উপকূলীয়
কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, পেকুয়া
জি এম সি ইনষ্টিটিউশনের প্রধান
শিক্ষক এনামুল হক চৌং, বালিকা উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম,
উজানটিয়া ইউপির চেয়ারম্যান শহিদুল
ইসলাম চৌং, ব্র্যাক চট্টগ্রামের আর এস
এস শহিদুজ্জামান, একলাবের প্রজেক্ট
ম্যানেজার মাহবুবুর রহমান ভূইয়া। এতে
আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা:
নুরুল আলম। এসময় উপস্থিত ছিলেন ডা:
প্রদীপ বিশ্বাস, ইপসা ম্যানেজার ওমর
ছাদেক, কারিতাস সহকারী মাঠ
কর্মকর্তা রিয়াজউদ্দিন তালুকদার,
মাষ্টার শাহাদত, ফায়ার ষ্টশন ইনচার্জ
মঞ্জু, একলাবের প্রোগ্রাম
অর্গানাজার নুরুজ্জামান, পেকুয়া
প্রেস ক্লাবের নির্বাহী সদস্য
এম.জুবাইদ, ইউপি সদস্যবৃন্দ, সুশীল সমাজের
প্রতিনিধিগণ, মসজিদের ইমামগণ,
বিভিন্ন এনজিও সংস্থার
প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা
প্রতিষ্টানের শিক্ষক প্রতিনিধিগণ ও
সাংবাদিকবৃন্দ। সভায় অতিথিরা
বলেন ম্য্যলেরিয়া একটি মারা´ক রোগ।
একটি মশার কামড়ে এ রোগ রক্তে
ছড়িয়ে গিয়ে একটি ফুটান্ত জীবন শেষ
হতে পারে। এ রোগ থেকে বাচার জন্য
এনজিও সংস্থা একলাব কাজ করে
যাচ্ছে। বিগত কয়েক বছরের কোটায়
ম্যালেরিয়া রোগ পেকুয়া থেকে
এবারে শূন্যর কোটায় নিয়ে গেছে।
একলাবের কর্মকর্তা ও কর্মচারীরা
অসম্ভব কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত
রক্ত পরীক্ষা করে মানুষের সেবা
দিয়ে যাচ্ছে। বর্তমান সরকার
ম্যালেরিয়া রোগ থেকে
দেশবাসীকে বাচার জন্য প্রতিটি ঘরে
ঘরে কীটনাশকযুক্ত মশারী বিতরণ করছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন