প্রযুক্তি বিশ্বে যৌনসুখ
ক্যাম-সেক্স
ডেস্ক রিপোর্ট
নিউজবিডি৭১ডটকম
লাইভ ক্যাম-সেক্সেও পিছিয়ে
নেই কলকাতা৷ শুধুমাত্র তাই-ই নয়৷
যৌনসুখের এমন আয়োজনে কম যান
না আবার বাঙালি মেয়েরাও৷
আর যে কারণে, ক্যাম-সেক্সে
শরীর প্রদর্শনেও ছুঁতমার্গ অথবা
দ্বিধা-দ্বন্দ্বের কোনও খামতিও
রাখছেন না এখন এই মহানগরীর
বিভিন্ন বয়সি ললনারা৷
দুনিয়া ক্রমে আরও বদলে চলেছে৷
আর, তার সঙ্গে তাল রেখে আবার
বদলে চলেছে যৌনতার রকম-ধরনও৷
যে কারণে, বদলে চলা এই দুনিয়ায়
প্রযুক্তির সৌজন্যে এখন হাজির
যৌনসুখের হরেক আয়োজন৷ যার
মধ্যে রয়েছে ক্যাম-সেক্সও৷
যৌনসুখের এমন আয়োজনের বিষয়টি
অবশ্য নতুন নয়৷ তবে, কলকাতার
বিভিন্ন বয়সি ললনা যেভাবে
এখন মেতে উঠছেন ক্যাম-সেক্সেও,
তাতে যৌনতার সংজ্ঞাও ক্রমে
আরও বদলে চলেছে এই
মহানগরীতেও৷
নিশিযাপনের অঙ্গ হিসেবে
হরেক আয়োজনেরও কোনও খামতি
নেই কলকাতায়৷ যার মধ্যে রয়েছে
যেমন নাইটক্লাব, তেমনই
ইন্টারনেটের সৌজন্যেও রয়েছে
নানা রকম-ধরনের ব্যবস্থা৷
যৌনতায় অবশ্য অনেক আগে
থেকেই সাবালক হতে শুরু করেছে
কলকাতা৷ কেননা, সেই কবে
থেকেই ফুটপাথের লোহালক্কড়ের
ভিড়ে লজ্জা ভাঙছে এই
মহানগরী৷ তার উপর, সেক্স টয়ে
মজে যৌনতার আড়ও ভাঙছে
কলকাতা৷ আর, সেক্স ডল?
যৌনসুখের এমন আয়োজনেও এই
মহানগরী শামিল না হয়ে
পারেনি৷ যে কারণে, চিনা
মডেলের নকল উষ্ণতায় রাত জাগা
শুরু হলেও, ক্রমে এখন চিনকে টপকে
থাই মডেলের সুখও উপভোগ করছে
কলকাতা৷
যৌনসুখের জন্য এত আয়োজন এই
মহানগরীতে, তাতে কি আর
পিছিয়ে থাকতে পারেন তেমন
কোনও বঙ্গললনা, যিনি আবার
শরিক হতে চান বদলে চলা
যৌনতার? যদিও, ডান্সিং-কারের
আগেই শুরু হয়ে গিয়েছে কলকাতার
কার-সেক্স৷ তবে, ফ্রেন্ডশিপ-
সেক্স-ব্ল্যাকমেলের সৌজন্যে
কোনও কোনও ক্ষেত্রে অবশ্য
সমস্যারও সম্মুখীন হতে হয়৷ কিন্তু,
সে সবকে আবার তেমন পাত্তা
দিতেও রাজি নন তাঁরা, যাঁরা
উপভোগ করতে চান যৌনতার
নানা রকম-ধরন৷ এ দিক, রমরমিয়ে
চলছে এখন কলকাতার দশটা-
পাঁচটার নতুন ডিউটিও৷ তেমনই,
যৌনসুখের জন্য নানা রকম-ধরনের
আয়োজনেও নেই কোনও খামতি৷
আর, এখন তো স্মার্ট ফোনের
সৌজন্যে কলকাতায়ও নয়া জন্মের
একটি অংশ আরও ‘স্মার্ট’ হয়ে উঠছে৷
তবে, যখন স্মার্ট ফোন ছিল না
এবং তারও আগে যখন ছিল না
মোবাইল ফোনও, তেমন সময়েও
নিশিযাপনের পাশাপাশি ছিল
যৌনসুখের জন্য নানা রকম-ধরনের
আয়োজন৷
সে সব আয়োজনের মধ্যে এক সময়
স্থান করে নিয়েছিল ফোন-
সেক্সও৷ হাতে হাতে মোবাইল
ফোনের সংখ্যা বেড়ে যাওয়ায়,
ক্রমে বেড়ে গিয়েছে ফোনের
মাধ্যমে যৌনতার ওই আয়োজন৷
তেমনই, ইন্টারনেটের ব্যবহার যত
বেড়েছে, তার সঙ্গে বেড়েছে
যৌনতার রকম-ধরনও৷
যৌনসুখের জন্য সে সব নানা রকম-
ধরনের আয়োজন৷ আর, তার জেরেও,
ফোন-সেক্সের পাশাপাশি এক
সময় এই মহানগরীতেও স্থান করে
নিয়েছে ভিডিও-সেক্স৷
যৌনসুখের ওই আয়োজনের জন্য
হাজির হয়েছে বিভিন্ন ধরনের
ওয়েবসাইটও৷ ডেস্কটপ অথবা
ল্যাপটপের সঙ্গে ক্যামেরার
সহায়তায় এই মহানগরীও উপভোগ
করতে শিখেছে ভিডিও-সেক্স৷ এ
দিকে, যৌনতার মাত্রা আবার
অন্য স্থানে পৌঁছে দিয়েছে
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া,
ফেসবুকও৷ তবে, ফেসবুক মানেই যে
যৌনতা, মোটেও তা নয়৷ তেমনই,
ইন্টারনেট এবং স্মার্ট ফোন
মানেও যে যৌনতা, তাও নয়৷ তবে,
যৌনসুখের জন্য নানা রকম-ধরনের
উপচে পড়া আয়োজনে অবশ্য
ইন্টারনেট এবং বর্তমান প্রজন্মের
স্মার্ট ফোনের অবদানও কম নয়৷
যৌনসুখের অন্য তেমনই এক আয়োজন
সেক্স-চ্যাট৷ আর, ওই আয়োজনের জন্য
যেমন অন্যতম ভূমিকা রয়েছে
মোবাইল ফোনের, তেমনই ভূমিকা
রয়েছে বিভিন্ন ধরনের
ওয়েবসাইটেরও৷ তেমনই, ভিডিও-
সেক্সের জন্য নানা রকম-ধরনের
ওয়েবসাইট থাকলেও, অবদান কম নয়
ফেসবুকেরও৷ আর, স্মার্ট ফোন? নয়া
প্রজন্মের বড় একটি অংশের কাছে
তো ওই স্মার্ট ফোনই এখন যৌনতায়-
ও আরও স্মার্ট হয়ে ওঠার অন্যতম
মাধ্যম হিসেবে দেখা দিয়েছে৷
উন্নত প্রযুক্তির স্মার্ট ফোনেও
রয়েছে ভিডিও-সেক্সের সুযোগ৷
যৌনসুখের জন্য হাজির এমনই নানা
রকম-ধরনের আয়োজন৷ কাজেই, সে
সব কি আর সহজে এড়ানো সম্ভব? এ
দেশ যে কামসূত্রের!
কিন্তু, কামসূত্রের দেশ হলে কী
হবে, যৌনতার বিষয়ে এখনও
বিভিন্ন সমাজের বিভিন্ন
অংশে রয়ে গিয়েছে নানা রকম-
ধরনের ছুঁতমার্গ৷ সে সব অবশ্য
নির্দ্বিধায় এড়িয়ে চলছে
বিভিন্ন সমাজের বিভিন্ন অংশ৷
আর, তার জন্য অবশ্য ইন্টারনেটের
অবদানও রয়েছে৷
ইন্টারনেটের সৌজন্যেই বদলে
গিয়েছে আবার ভিডিও-সেক্সের
সংজ্ঞাও৷ কেননা ক্যাম-সেক্সের
সে সব ওয়েবসাইটে যেমন রয়েছে
নানা রকম-ধরনের সেক্স-ভিডিও,
তেমনই, লাইভ ক্যাম-সেক্সে অংশ
নেওয়ার জন্যেও রয়েছে সুযোগ৷
শুধুমাত্র তাই নয়৷ সঙ্গীর সঙ্গে
যৌথভাবেও ওই লাইভ ক্যাম-
সেক্সে অংশ নেওয়ারও সুযোগ
রয়েছে৷ তার উপর রয়েছে, বিশ্বের
বিভিন্ন প্রান্তের কোনও সঙ্গী
(পুরুষ অথবা মহিলার) সঙ্গে
যৌনতার আয়োজনও৷
নানা রকম-ধরনের ওয়েবসাইটে
যেমন সেক্স ভিডিওর জন্য রয়েছে
বিভিন্ন ধরনের বিভাগ, তেমনই,
ক্যাম-সেক্সের ওয়েবসাইটগুলিতে
রয়েছে তেমনই পৃথক পৃথক বিভাগ৷
যেমন পছন্দ, তেমনই মিলবে ক্যাম-
সেক্সের সঙ্গী৷ তা সে, নিজের
সঙ্গীর সঙ্গে লাইভ ক্যাম-সেক্সে
বিশ্বের অন্য কোনও প্রান্তের
কোনও যুগলের সঙ্গে যৌনতা
উপভোগের ক্ষেত্রে হোক, অথবা,
অন্য কোনও প্রান্তের কোনও পুরুষ
অথবা মহিলা কিংবা
ট্রান্সজেন্ডারের সঙ্গে এ
প্রান্তের কারও যৌনতার লাইভ
সম্পর্ক৷ তা সে সমকাম হোক অথবা
বিপরী লিঙ্গের সঙ্গে যৌনতার
উপভোগ৷ সব আয়োজনই হাজির৷
আর, তেমনই লাইভ ক্যাম-সেক্সে
অংশ নিচ্ছেন এখন কলকাতার
বিভিন্ন ললনা৷ এই মহানগরীর
বিভিন্ন বয়সি ললনা তো রয়েইছে,
লাইভ ওই ক্যাম-সেক্সে অংশ
নিচ্ছেন কলকাতার বিভিন্ন যুগলও৷
লাইভ ক্যাম-সেক্স৷ কাজেই, তার
জন্য বিশ্বের যে কোনও দুই
প্রান্তে প্রয়োজন ক্যামেরার
সামনে শরীরের বিভিন্ন অংশ
প্রদর্শনের সঙ্গে সঙ্গে ধীরে
ধীরে যৌনসুখের চরম মুহূর্তে
পৌঁছনোর উপায়৷ অবশ্য, লাইভ ক্যাম-
সেক্সে একই সঙ্গে বিশ্বের
বিভিন্ন প্রান্তের একাধিক
সঙ্গীর সঙ্গেও যৌনতা উপভোগের
সুযোগ রয়েছে৷ আর, কোনও যুগল যদি
অন্য এক বা একাধিক যুগলের সঙ্গে
লাইভ ক্যাম-সেক্সে যৌনতা
উপভোগ করতে রাজি থাকেন, তা
হলে, তারও আয়োজন রয়েছে নানা
রকম-ধরনের ওয়েবসাইটে৷ প্রেমের
সঙ্গে শরীরের সম্পর্ক অস্বীকারের
নয়৷
সেই সূত্রেই, ফোন-সেক্স ছুঁয়ে
একসময় এই মহানগরীতেও স্থান করে
নিয়েছে ভিডিও-সেক্স৷ তাতে,
যেমন কম বয়সি ছেলে-মেয়ে
থেকে শুরু করে বেশি বয়সি পুরুষ-
মহিলা অংশ নেন, তেমনই, লাইভ
ক্যাম-সেক্সও উপভোগ করছেন এখন
এই মহানগরীর বিভিন্ন বয়সিরা৷
তবে, যাঁরা লাইভ ক্যাম-সেক্সে
অংশ নেন না, তাঁদের সংখ্যাও কম
নেই কলকাতায়৷ তা সে, কম বয়সি
কোনও ছেলে অথবা মেয়ে হোক
অথবা বেশি বয়সি কোনও পুরুষ
অথবা মহিলা৷ যৌনতার ওই
আয়োজনে যৌনসুখের অন্যতম উপায়
অবশ্য হস্তমৈথুন৷ তবে, লাইভ ক্যাম-
সেক্স বদলে দিয়েছে যৌনসুখের
সংজ্ঞা৷ যে সব যুগল গ্রুপ-সেক্সে
আগ্রহী, তাঁদের জন্যেও রয়েছে
ব্যবস্থা৷ কেননা, বিশ্বের একাধিক
প্রান্তের যুগলের সঙ্গে লাইভ
ক্যাম-সেক্সে অংশগ্রহণ তো গ্রুপ
সেক্সেরই সমতুল৷
কিন্তু, লাইভ ক্যাম-সেক্সে কোনও
বঙ্গললনা, তাও আবার নিজের
সঙ্গীর সঙ্গে? মোটেও অসম্ভব নয়৷
বদলে চলা যৌনতার সংজ্ঞায় এ
ভাবেই শরিক হয়ে উঠছেন
কলকাতার বহু ললনা৷ শুধুমাত্র সঙ্গীর
সঙ্গেও নয়৷ বিশ্বের অন্য কোনও
প্রান্তের কোনও যুগলের সঙ্গে
কলকাতার কোনও ললনা তাঁর
স্বামীর সঙ্গেও অংশ নিচ্ছেন এখন
লাইভ ক্যাম-সেক্সে৷ এবং, তার
জন্য ওই ধরনের কোনও বঙ্গললনা, তাঁর
নিজের শরীরের প্রতিটি ভাঁজ-
খাঁজ প্রদর্শনেও কোনও রকম দ্বিধা-
দ্বন্দ্বে ভুগছেন না৷ তা সে তাঁর
গোপনাঙ্গ প্রদশর্ন হোক অথবা
শরীরের অন্য কোনও ভাঁজ৷
আর, এ ভাবেও ক্রমে আরও বদলে
চলেছে কলকাতা৷
নিউজবিডি৭১/এ আর/০৩ জুলাই২০১৫
৪৬
Home »
» প্রযুক্তি বিশ্বে যৌনসুখ
ক্যাম-সেক্স
ডেস্ক রিপোর্ট
নিউজবিডি৭১ডটকম
লাইভ ক্যাম-সেক্সেও পিছিয়ে
নেই কলকাতা৷
প্রযুক্তি বিশ্বে যৌনসুখ ক্যাম-সেক্স ডেস্ক রিপোর্ট নিউজবিডি৭১ডটকম লাইভ ক্যাম-সেক্সেও পিছিয়ে নেই কলকাতা৷
Written By Unknown on শুক্রবার, ৩ জুলাই, ২০১৫ | ২:৪০ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন