Home » » সিনেমায় নামছেন ওমাবার মেয়ে

সিনেমায় নামছেন ওমাবার মেয়ে

Written By Unknown on সোমবার, ৬ জুলাই, ২০১৫ | ৯:০০ AM

সিনেমায়
নামছেন ওমাবার
মেয়ে
বিনোদন ডেস্ক,
সংবাদ২৪.নেট
মার্কিন প্রেসিডেন্ট
বারাক ওবামা বড় মেয়ে
মালিয়া চলচ্চিত্র জগতে
পা রেখেছেন। এর মাধ্যমে
ভবিষ্যতে চলচ্চিত্র
পরিচালক হওয়ার স্বপ্নের
প্রথম ধাপ বলেই মনে করা
হচ্ছে।
মালিয়া এইচবিও সিরিজ
‘গার্লস’ এ যোগ দিয়েছেন।
১৭ বছর বয়সী এই মেয়ে
সম্প্রতি তার জন্মদিন
পালন করেন। আগামী বছর
গ্রাজুয়েট শেষ করার পর
টিভিতে কিংবা
চলচ্চিত্রে
পুরোপুরিভাবে কাজ
করার পরিকল্পনা করছেন
মালিয়া।
গত সপ্তাহে তাকে
‘গার্লস’ সিরিজের একটি
সেটে দেখা যায়। দেখা
গেছে, তিনি ব্রুকলিন
হিপস্টার রেস্টুরেন্টে
তরল পানীয়তে চুমুক
দিচ্ছেন। মালিয়া আগে
থেকেই লিনা ডানহামের
জনপ্রিয় সিরিজ‘ গার্লস’
এর ভক্ত। গত বছর একটি
অনুষ্ঠানে ওবামা তার
মেয়েদের এসব শোতে
আগ্রহ নিয়ে সতর্কতার
কথা জানিয়েছিলেন।
মালিয়ার মা মিশেল
ওবামাও এর আগে তাদের
মেয়ের চলচ্চিত্র
পরিচালক হওয়ার স্বপ্নের
কথা প্রকাশ করেছিলেন।
মিশেল জানান, বাবার
মতোই মালিয়া বই পোকা
এবং মুভি দেখতে
ভালবাসে। তবে সে তার
পড়ালেখা শেষ করেই তার
লক্ষ্যে পৌছাতে চায়। -
টাইমস অব ইন্ডিয়া

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন