Home » » ঐতিহাসিক ভাবেই আওয়ামীলীগ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাস করেনা

ঐতিহাসিক ভাবেই আওয়ামীলীগ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাস করেনা

Written By Unknown on বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ | ৯:১৮ AM

ঐতিহাসিক ভাবেই আওয়ামীলীগ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাস করেনা

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ বলেছেন, “ইতিহাস বলে আওয়ামীলীগ গণতন্ত্র বিশ্বাস করেনা। আর বিশ্বাস করেনা বলেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আজীবন ক্ষমতায় ঠিকে থাকার জন্য সমস্থ আয়োজন সম্পন্ন করেছে। সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করতে আইন করা হচ্ছে, বিচারকদের অভিশংসনের ক্ষমতা নিয়ে পুরো বিচার ব্যবস্থাকে জিম্মি করে গণতন্ত্রের কফিনে শেষ পেরেগ টুকে দেয়া হয়েছে। বাকশাল কায়েক করে শেখ মুজিবুর রহমানও চিরদিন ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। সুতরাং ঐতিহাসিকভাবেই আওয়ামীলীগ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করেনা। শেখ মুজিব এবং তার দল আওয়ামীলীগ যেমনি এদেশের ক্ষমতা চিরদিন ধরে রাখতে পারেনি তেমনি শেখ হাসিনার আওয়ামীলীগও পারবেনা। গণতন্ত্রের জন্য এদেশের মানুষ সংগ্রাম করেছিল বলেই এদেশে স্বাধীন হয়েছে। যুগে যুগে গণতান্ত্রিক আন্দোলনেরই বিজয় হয়েছে। দেশকে জয়নাল হাজারী, শামীম ওসমানের মতো সন্ত্রাসীদের অভয়ারণ্যপরিণত করা হয়েছে। আইন-শৃংখলা বাহিনী দিয়ে সিরিজ খুনের ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে মৃত্যুউপাত্যকায় পরিণত করা হয়েছে। ”
গতকাল ২৮ নভেম্বর চকরিয়া পৌর বাস টার্মিণাল মাঠে চকরিয়া উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত গতবছরের ২৮ নভেম্বর সরকার বিরোধী আন্দোলনে পুলিশের হামলায় নিহত শহীদ আব্দুল হালিমের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। একতরফা অবৈধ নির্বাচনের জাতীয় সংসদকে আওয়ামীলীগের দলীয় কার্যালয় বানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীদের উপর নির্যাতনের মাত্র যতই বাড়ছে ততই সরকার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ততই বেগবান হচ্ছে। তিনি বলেন, আগে শুনা যেত ‘টাকা’ ‘বিকাশ’ করা হয় কিন্তু বর্তমানে ঢাকা থেকে ‘এম.পি’ও বিকাশ করা হয়। আওয়ামীলীগ সারাদেশকে যেভাবে লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত করেছে তাতে দেশের মানুষ আজ ক্ষেপে উঠেছে। এসব লুটেরাদের বিচার একদিন জনতার আদালতে করা হবে উল্লেখ করে তিনি হুশিয়ার করে দেন জনগণ জেগে উঠলে ১ দিনের মধ্যে সমস্থ গণতন্ত্রেরআয়োজনসম্পন্ন করা হবে। চুডান্ত আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ছাড়া গণতন্ত্রের জন্য জীবন দেয়া শহীদদের রক্তের ঋণ পরিশোধ হবেনা।
চকরিয়া উপজেলা যুবদলের আহবায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ও ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, পৌরসভা বিএনপির সভাপতি ও পৌর মেয়র নুরুল ইসলাম হায়দার, জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনছারুল ইসলাম বাবুল মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজী, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন। শহীদ আবদুল হালিমের গর্বিত পিতা আব্বাস উদ্দিন, মাতামুহুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ইকবাল বদরী, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আরিফ দুলাল প্রমূখ। প্রধান বক্তা জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল। বিশেষ অতিথি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এম আবদুর রহিম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো: কুতুব উদ্দিন, বিশেষ বক্তা জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র জিশান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমির আলী, চকরিয়া পৌর যুবদলের সভাপতি আকতার ফারুক খোকন, সিনিয়র সহ-সভাপতি ও পৌর প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, মাতামুহুরী উপজেলা যুবদলের সভাপতি মো: আবু ইউছুপ, উপজেলা শ্রমিকদলের সভাপতি এসএ জয়নাল আবদীন, পৌর শ্রমিকদলের সভাপতি আবুল হোসেন মনু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি এম নুরুদ্দোজা জনি, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোস্তাক, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এএইচএম নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো: হাসান মাহমুদ, মাতামুহুরী ছাত্রদলের সভাপতি সিকদার আতিক উল্লাহ ছিদ্দিকী, পৌর ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ আলী, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন প্রমূখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন, এম ওমর আলী ও আরিফুল ইসলাম।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন