Home » » বাল্য বিয়ে থেকে মুক্তি কিশোরীর চেয়ারম্যানের পক্ষ থেকে চেক প্রদান

বাল্য বিয়ে থেকে মুক্তি কিশোরীর চেয়ারম্যানের পক্ষ থেকে চেক প্রদান

Written By Unknown on রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ | ১১:০৮ PM

নওগাঁর ধামইরহাটে বাল্য বিয়ে
থেকে মুক্তি কিশোরীর
চেয়ারম্যানের পক্ষ
থেকে চেক প্রদান করা হয়েছে।
গতকাল বেলা ১১টায় উপজেলা
চেয়াম্যানের কার্যালয়ে
নানাইচ গ্রামের আবু বক্কর
সিদ্দিকের মেয়ে ৮ম শ্রেণীর
ছাত্রী ফাতেমাতুজ্জহুরা (১৩) কে
তার লেখাপড়া চালিয়ে
যাওয়ার জন্য পরিষদের পক্ষ থেকে
৪ হাজার টাকা চেক বিতরণ করেন
উপজেলা চেয়ারম্যান মো.মঈন
উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন
উপজেলা মহিলা ভাইস
চেয়ারম্যান মোসা.মাজেদা
বেগম,আলোকিত মানুষ প্রকল্পের
ফিল্ড কো-অর্ডিনেটর জুলেখা
আকতার,ইউপি সদস্য গোলাপ বানু
প্রমুখ। উল্লেখ্য যে,গত ৩০ এপ্রিল
২০১৫ তারিখে সৎ মায়ের
কুপ্রভাবে পড়ে নিজ পিতা এক
বষস্ক ব্যক্তি সাথে ফাতেমা
বিয়ে ঠিক করে। বিষয়টি জানতে
পেয়ে নারী নির্যাতন
প্রতিরোধে কাজ করে আলোকিত
মানুষ প্রকল্পের উদ্যোগে ওই বাল্য
বিয়ে প্রতিরোধ করে
মেয়েটিকে আবার তার
লেখাপড়া কার্যক্রম চারিয়ে
যেতে সহায়তা করে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন