Home » » ভারতে চালু হচ্ছে প্রথম লিঙ্গ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

ভারতে চালু হচ্ছে প্রথম লিঙ্গ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

Written By Unknown on রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ | ১০:৪৬ PM

ভারতে চালু হচ্ছে প্রথম লিঙ্গ
বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ
প্রেস
ডেস্ক
||
পশ্চিমা
দেশগুলোতে
ছেলে-
মেয়েদের
পড়াশোনায়
বিভেদ
নেই
বললেই
চলে। প্রাচ্যে বিশেষ করে ভারতবর্ষে
এ বিষয়টি প্রকট। আর এমন সমস্যা দূর করতে
ভারতে এই প্রথম চালু হচ্ছে জেন্ডার
ইউনিভার্সিটি বা লিঙ্গ
বিশ্ববিদ্যালয়।
ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস
ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)
জানিয়েছে, কেরালার রাজ্য সরকার
এ বিশ্ববিদ্যালয় খোলার উদ্যোগ
নিয়েছে।
বিশেষজ্ঞদের বিশ্বাস, এই
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় ছেলে-
মেয়ে বিভেদ আসবে না। বরং,
আগামীদিনে দেশের লিঙ্গ বৈষম্য দূর
করতেই এই বিশ্ববিদ্যালয় অগ্রণী
ভূমিকা নেবে।
কেরালার কোঝিকোড় জেলাতেই
জেন্ডার পার্ক বা লিঙ্গ পার্ক গড়ে
তোলা হয়েছে। পিটিআইকে এই
পার্কের সিইও টি এন সুনীশ বলেছেন,
‘দেশে লিঙ্গ সংক্রান্ত বিষয় নিয়ে
এবার সত্যিই শিক্ষিত হওয়ার সময়
এসেছে। আমরা বা আমাদের সরকার
শিল্প বা অর্থনৈতিক পরিকাঠামো
বাড়াতে সচেষ্ট হয়, কিন্তু কখনও লিঙ্গ
বৈষম্য দূর করতে চেষ্টা করেনি। আমরা
সেটাই করছি। কেরল সরকারের এই
অবদান অনস্বীকার্য। আশা, আমরা দেশ
থেকে লিঙ্গ বৈষম্য দূর করতে পারব।’

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন