Home » » টৈটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহ

টৈটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহ

Written By Unknown on বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ | ৪:৪২ AM

টৈটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহ গ্রেফতারinকক্সবাজার,TopDecember 8, 2015মোহাম্মদ হাসেম, পেকুয়া:পেকুয়ার টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।৮ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কলেজগেইট চৌমুহনী ষ্টেশনের ভাই ভাই মার্কেটের ২য় তলার বিডিআর জাহাঙ্গীরের অফিস থেকে তাকে গ্রেফতার করে।মো. শহিদুল্লাহ টৈটং ইউনিয়ন পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি উপজেলাআওয়ামীলীগের সহ-সভাপতি।পেকুয়া থানার ওসি জিয়া মো.মোস্তাফিজ ভুঁইয়া তাকে একটি জিআর মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন।(ভিজিট 1353 বার)

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন