আপনি কি জানেন , আপনার ফেসবুক অ্যাকাউন্টের আয় কত ?Rafi:সারাবিশ্বে বৃহত্তম জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ওয়েবসাইট এই কথাতো সবাই জানেন। আমাদের বিভিন্ন প্র্য়োজনে অখবা বিভিন্ন কারনে এই সামাজিক যোগাযোগের সাইটটিতে অ্যাকাউন্ট খুলে এটা ব্যবহার করে থাকি। কিন্তু আপনি জানেন কিআপনার এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে কত আয় করছে কর্তৃপক্ষ ? তবে শুনুন —বিশ্বের এক একটি ফেসবুক অ্যাকাউন্টের দাম ১২.৭৬ ডলার। অর্থাৎ প্রায় ১০০০ টাকা।আর আপনি যদি আমেরিকার বাসিন্দা হন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের দাম ৪০০০ টাকার কাছাকাছি।ভাবছেন কী করে সম্ভব? ফেসবুকের বিজ্ঞাপন ব্যবসা অনুযায়ী, আমেরিকার বাইরে এক একটিঅ্যাকাউন্ট থেকে ফেসবুক আয় করে ওই ১২.৭৬ ডলার (প্রায় ১০০০ টাকা)।ই-মার্কেটার সংস্থার সদ্য করা রিসার্চ থেকে এই সব তথ্য পাওয়া গিয়েছে। সংস্থার আরও দাবি, ২০১৫ সালের শেষে বিশ্বের মোট সোশ্যাল অ্যাডের ৬৫ শতাংশই দখল করবে ফেসবুক। ২০১৫ সালে ফেসবুক তার বিজ্ঞাপন ব্যবসার মাধ্যমে আয় করেছে ১৬.৩ বিলিয়ন ডলার।২০১৪ সালে তা ছিল ১১.৫ বিলিয়ন ডলার। এই সমস্ত বিজ্ঞাপন ব্যবসাই হয়েছে ফেসবুক ও তার ফটো শেয়ারিং ওয়েবসাইট ইন্সটাগ্রামের মাধ্যমে। বর্তমানে ইন্সটাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ৪০০ মিলিয়ন। সেখানে ফেসবুক ব্যবহার করেন ১.
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন