থার্টিফার্স্ট নাইট উপলক্ষে
রাজধানীর প্রতিটি বার বন্ধ
থাকবে। মাদকদ্রব্যের অপব্যবহার
ও উচ্ছৃঙ্খলতা রোধে গঠন করা
হয়েছে তিনটি টিম। তারা
বিশেষ অভিযান শুরু করেছে
বলে জানিয়েছেন মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি)
মহাপরিচালক খন্দকার রাকিবুর
রহমান। তিনি বলেন,
থার্টিফার্স্ট নাইটে সন্ধ্যার পর
উন্মুক্ত জায়গায় অনুষ্ঠান না
চালানো এবং অভিজাত এলাকা
গুলশান-বনানী-ধানমন্ডিতে
রাতে মানুষজনের চলাচলে
কড়াকড়ি আরোপ করা হয়েছে।
ডিএনসির পরিচালক (অপারেশনস)
সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ
বলেন, থার্টিফার্স্ট নাইটে
মাদকের অবাধ ব্যবহার ও
উচ্ছৃঙ্খলতা রোধে কঠোর
পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইতিমধ্যে মাদকবিরোধী টহল ও
গোয়েন্দা নজরদারি বাড়ানো
হয়েছে। বিশেষ অভিযানও শুরু
হয়েছে। থার্টিফার্স্ট নাইটে
রাজধানীসহ সারা দেশের
বারগুলো বন্ধ থাকবে। কেউ এর
ব্যত্যয় ঘটালে আইনানুগ ব্যবস্থা
নেওয়া হবে। ৩১ ডিসেম্বর
সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি
সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর সব বার
বন্ধ থাকবে। বিষয়টি ইতিমধ্যে
বার সংশ্লিষ্টদের জানিয়ে
দেওয়া হয়েছে।
Home »
থার্টিফার্স্ট নাইট উপলক্ষে
রাজধানীর প্রতিটি বার বন্ধ
থাকবে।
» থার্টিফার্স্ট নাইট উপলক্ষে
রাজধানীর প্রতিটি বার বন্ধ
থাকবে।
থার্টিফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীর প্রতিটি বার বন্ধ থাকবে।
Written By Unknown on সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ | ৫:২৭ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন