Home » » কোটি টাকার পুলিশ

কোটি টাকার পুলিশ

Written By Unknown on সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ | ৫:৩৭ AM

ট্রাফিক পুলিশের
একজন কনস্টেবলের বাসায়
অভিযান চালিয়ে চারটি
প্রাইভেট কার, ছয়টি প্লটের
মালিকানার দলিলসহ কোটি
কোটি টাকার সম্পদ জব্দ করা
হয়েছে।
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য
প্রদেশে।
পুলিশ সোমবার জানায়,
দুর্নীতি বিরোধী পুলিশ
সংস্থার সদস্যরা কনস্টেবল অরুন
সিংয়ের বাড়িতে সোমবার
সকালে অভিযান শুরু করে।
দুপুর পর্যন্ত তার বাড়ি থেকে
৮০০০ বর্গফুটের দুটি প্লট
সংক্রান্ত কাগজপত্র, ২৫ একর
জমির একটি কৃষি খামার এবং
দুটি ফ্ল্যাটের মালিকানার
ডকুমেন্ট জব্দ করেছে।
এ সময় চারটি প্রাইভেট কার
এবং আটটি ব্যাংক
অ্যাকাউন্টের কাগজপত্র জব্দ
করা হয়।
সব মিলিয়ে এসবের দাম ৫
কোটি রুপি হতে পারে বলে
মনে করছে পুলিশ।
কনস্টেবল অরুন সিং
জাবালপুরে নিয়োজিত
আছেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন