Home » » দেখুন মাত্র চার হাজার টাকায় পাওয়া যাচ্ছে সুন্দরী বউ।

দেখুন মাত্র চার হাজার টাকায় পাওয়া যাচ্ছে সুন্দরী বউ।

Written By Unknown on বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ | ৮:৫১ PM

দেখুন মাত্র চার হাজার
টাকায় পাওয়া যাচ্ছে
সুন্দরী বউ। পডুন ও শেয়ার
করুন।
 December 30, 2015  লাইফস্টাইল
নিউজের টাইটেল দেখে অনেকেই
হয়তো অনুধাবন করতে পেরেছেন
আবার অনেকেই কিছুই বুঝতে
পারেননি,কিছুটা অবাক হচ্ছেন
বৈকি,হ্যাঁ অবাক হবারই কথা,কারণ
সুন্দরী বউ পাওয়া যাচ্ছে মাত্র চার
থেকে আট হাজার টাকার
ভিতরে,আবার সাথে আছে
ওয়ারেন্টি এবং গ্যারান্টি।
পুরোপুরি জানতে হলে নিচের
লেখাগুলো মনোযোগ সহকারে
পড়ুন,আপনার ধারণা বদলে যাবে।
প্রযুক্তির কারণে বদলে যাচ্ছে
মানুষের জীবনযাত্রা – এমন কি
তাদের একান্তই ব্যক্তিগত জীবন।
ধীরে ধীরে আধুনিক শহুরে মানুষের
জীবনে প্রবেশ করে গেছে সেক্স
ডল। এবং বদলে যাচ্ছে সম্পর্কের ধরন।
তবে ভাবনার বিষয়টি হলো, এই
সেক্স পুতুলগুলো ধীরে ধীরে এতটাই
জীবন্ত হয়ে উঠছে যে, মানুষ
সেগুলোর প্রতি যথেষ্ঠ পরিমাণে
আকৃষ্ট হয়ে উঠছে, বিশেষ করে উন্নত
বিশ্বের মানুষের কাছে। উপরের
ছবিটি দেখলেই কেউ বুঝতে
পারবেন, এটা কতটা জীবন্ত একটি
সেক্স পুতুল। অনেকেই প্রথমে ভাবতে
পারেন, হয়তো কোনও সুপার মডেল।
কিন্তু এত সুন্দর করে তৈরী করা
সেক্স পুতুলগুলো এখন মানুষের ঘরে
প্রবেশ করে যাচ্ছে। সেক্স পুতুলগুলো
প্রধানত তৈরী করা হতো একধরনের
ভিনাইল বা ল্যাটেক্স দিয়ে।
কিন্তু বর্তমান সময়ের যে উন্নত
ধরনের সেক্স পুতুল বাজারে আসতে
শুরু করেছে তার মূল উদ্যোক্তা হলেন
শিল্পী ম্যাট ম্যাকমুলান। তিনি
একজন ভাস্কর। তিনি গবেষণা শুরু
করে সিলিকন দিয়ে এই ধরনের
লাইফ সাইজ পুতুল বানাতে শুরু করেন।
তারপর তিনি তার ওয়েসাইটে
প্রকাশ করেন। তারপর এর চাহিদা
এতো বেড়ে যায় যে, তিনি
পুতুলগুলোকে মানুষের এনাটমীর
মতো সঠিকভাবে তৈরী করতে শুরু
করেন।
সময়ের সাথে চাহিদা আরো
বেড়ে যায়। এবং সাথে সাথে এর
নৈপূণ্য আরো কারুকার্যময় হয়ে উঠে।
বর্তমানে একজন গ্রাহক তার নিজের
চাহিদার মতো অর্ডার দিতে
পারেন, যেখানে গায়ের রঙ, চুলের
রঙ, স্টাইল ইত্যাদি বলে দেয়া যায়।
এবারে মুল আলোচনায় আসা যাক
সম্প্রতি অনলাইন শপ জাস্ট টুয়েন্টি
ফোর ডট কম একটি ঘোষনায় সমগ্র
দেশবাসীর নজর কেড়েছেন,
সম্প্রতি এরা গ্রাহকদের জন্য চীন
থেকে অর্ডার দিয়ে এনেছেন
সেক্স ডল যার মূল্য নির্ধারণ
করেছেন চার হাজার থেকে শুরু
করে বারো হাজার টাকা
পর্যন্ত,অনলাইন বিজ্ঞাপনের
শিরোনাম করেছেন ঠিক এভাবে
মাত্র চার হাজার টাকায় পাচ্ছেন
সুন্দরী বউ,সাথে আছে গ্যারান্টি
এবার ওয়ারেন্টি,ভাববেন না
আছে মেয়েদের জন্যও সুব্যবস্থা,এই
লোভনীয় বিজ্ঞাপন নজর কেড়েছে
সকলেরই,
বিগত আটচল্লিশ ঘন্টার ভিতরে
অর্ডার এসেছে প্রায় চার
হাজারেরও উপরে,কিন্তু দুঃখের
বিষয় বাদ সাধে স্থানীয়
প্রশাসন,তামিলনাড়ুর পুলিশ প্রশাসন
ইতিমধ্যে অবৈধ জিনিস বিক্রির
দায়ে গ্রেফতার করেছেদ
কোম্পানির স্বত্বাধিকারী দিব্য
চক্রবর্তী কে। দিব্য চক্রবর্তীর
বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করাও
হয়েছে, পুলিশ উপ প্রধান শিশির
রায় জানান,কোম্পানির সুনাম
রয়েছে দীর্ঘ দিন ধরে তবে তাদের
কাছে তথ্য ছিলো দিব্য চক্রবর্তী এই
ব্যবসা করছেন বহুদিন ধরে তবে উপযুক্ত
তথ্যের অভাবে এতদিন তাকে
গ্রেপ্তার করা সম্ভব হয়নি,
এই পুলিশ কর্মকর্তা আরো জানান
শুধুমাত্র তামিলানুড় নয় দেশের
বিভিন্ন প্রদেশে তিনি এই ডল
সরবরাহ করে থাকেন, কলকাতার
একটি অনলাইন শপের সুত্র ধরে
দিব্যকে নিয়ে প্রথমেই সন্দেহের
দানা বাধে। সুত্রঃ তামিলানুড়
থেকে প্রকাশিত হিন্দি নিউজ
দিনামালার

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন