Home » » বাড়ি ভাড়া আদায়ের জন্য ২ শিশুকে বন্দি

বাড়ি ভাড়া আদায়ের জন্য ২ শিশুকে বন্দি

Written By Unknown on বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫ | ৫:৪১ AM

বাড়ি ভাড়া আদায়ের জন্য ২ শিশুকে বন্দিপ্রকাশঃ আগস্ট ২৬, ২০১৫বিডিমর্নিং ডেস্ক –বাড়ি ভাড়া বকেয়া হওয়ায় দুই শিশুকে বন্দি করে রেখেছিলো বাড়িওয়ালা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক মোস্তফা তালুকদারসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন- বাড়ির মালিক মোস্তফা তালুকদার ও তার দুই সহযোগী সবুজ ও মনির বেপারী।মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরতলীর আশিকাটি এলাকায় এ ঘটনা ঘটে।১০ বছরের রিমন ও ৮ বছরের রিমির দরিদ্র বাবা-মার ২ মাসের (প্রতি মাসে ২ হাজার ৩শ টাকা করে) ৪ হাজার ৬শ টাকা বাসা ভাড়ার জন্য বাড়িওয়ালা মোস্তফা তালুকদার এ অমানবিক কাজ করেন।স্থানীয় সূত্রে জানা যায়, আশিকাটির মোস্তফা তালুকদারের বাড়িতে রীনা বেগম নামে এক নারী তার দু’সন্তান ও স্বামীসহ দেড় বছর ধরে ভাড়া থাকেন। রীনার স্বামী রনি আলম সরদার রাজমিস্ত্রির কাজ করেন। তাদের দুই সন্তানের মধ্যে ছেলে রিমন (১০) ও মেয়ে রিমি (৮)। রিমি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে। অভাব-অনটনের কারণে ছেলেকে লেখাপড়া করাতে পারেনি তারা।অভাবের সংসারে দু’মাসের বাড়ি ভাড়া বাবদ ২ হাজার ৩শ করে ৪ হাজার ৬শ টাকা বকেয়া পড়ে যায়। এ নিয়ে বাড়ির মালিক তাদের সঙ্গে রাগারাগিও করে। সোমবার দুপুরে রীনা বাচ্চাদের বাসায়রেখে শহরের ওয়াপদা গেট এলাকায় তার বড় ভাই মিজানের বাসায় টাকা ধার করতে যায়। বাচ্চাদের বলে যায় রাতে বাসায় আসতে নাপারলে খেয়ে ঘুমিয়ে পড়ার জন্য।রীনা বাড়ি থেকে বের হবার পরপরই বাড়ির মালিকের লোকজন শিশুদের ঘরে আটকে রেখে দরজায় তালা দিয়ে দেয়। রীনার স্বামীও চাঁদপুরের বাইরে থাকায় ওই রাতে বাড়ি ফেরেনি। মঙ্গলবার সকালে রীনা বাসায় গিয়ে এ দৃশ্য দেখে তার ভাইয়ের মাধ্যমে গোয়েন্দা পুলিশকে জানায়।পরে পুলিশ গিয়ে তালা ভেঙে শিশু দু’টিকে উদ্ধার করে। তারা বাড়ির মালিকসহ তিন জনকে আটক করে নিয়ে আসে।সম্পর্কিত সংবাদ

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন