Home » » আমার ভোট আমি দেব এই অধিকার এখন আর নেই

আমার ভোট আমি দেব এই অধিকার এখন আর নেই

Written By Unknown on শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬ | ১১:১৪ AM

আমার ভোট আমি দেব এই
অধিকার এখন আর নেই বলে
মন্তব্য করেছেন জাতীয়
পার্টির চেয়ারম্যান হুসেইন
মুহম্মদ এরশাদ।
শনিবার বনানীস্থ জাপা
চেয়ারম্যানের কার্যালয়
মিলনায়তনে জাতীয়
পার্টির সকল জেলা
সভাপতি ও সাধারণ
সম্পাদকদের সাথে এক
মতবিনিময় সভায় প্রধান
অতিথির বক্তব্যবে তিনি
এসব কথা বলেন।
তিনি বলেছেন, যেভাবে
ইউপি নির্বাচন অনুষ্ঠিত
হচ্ছে, আগামীতে সেভাবে
আর কোনো নির্বাচন
অনুষ্ঠিত হলে দেশবাসী
নির্বাচনী ব্যবস্থার উপর আর
কোনো আস্থা রাখতে
পারবেনা। তাই মানুষের
ভোটের অধিকার নিশ্চিত
করতে হবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন