Home » » জাতীয় পার্টি কারো ব্যক্তিগত সম্পত্তি বা কোনো কোম্পানি নয়।

জাতীয় পার্টি কারো ব্যক্তিগত সম্পত্তি বা কোনো কোম্পানি নয়।

Written By Unknown on সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ | ৫:১৪ AM

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ
বলেছেন, জাতীয় পার্টি কারো
ব্যক্তিগত সম্পত্তি বা কোনো
কোম্পানি নয়। সকল নেতা-কর্মী ও
সমর্থকদের দল। সবার সঙ্গে আলোচনা
করে দল চালাতে হবে।
রোববার সংসদের মিডিয়া সেন্টারে
এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদ
একথা বলেন। সংবাদ সম্মেলনে রওশন
দলের পুরনো নেতাদের ফিরে আসারও
আহ্বান জানান।
জাতীয় পার্টির চেয়ারম্যান
এরশাদকে গণতান্ত্রিক হওয়ার আহ্বান
জানিয়ে রওশন বলেন, 'দলের
চেয়ারম্যানকে অনুরোধ করব, একক
সিদ্ধান্ত না নিতে। কর্মীদের কথা
ভেবে সিদ্ধান্ত নিতে হবে। গঠনতন্ত্র
অনুযায়ী সবার সাথে আলোচনা করে
সিদ্ধান্ত নিতে হবে। দলে যদি
গণতন্ত্র না থাকে তবে দেশে
গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হবে?'
পুরনো নেতাদের কথা স্মরণ করে
এরশাদের বর্তমান অনুগতদের নিয়ে
প্রশ্ন তুলেন বিরোধীদলীয় নেতা
রওশন এরশাদ। তিনি বলেন, 'মওদুদ
সাহেব, শাহ মোয়াজ্জেম, মিজানুর
রজমান চৌধুরী, আনোয়ার হোসেন
মঞ্জুর মতো ত্যাগী নেতা একসময়
আমাদের চেয়ারম্যানের পাশে
ছিলেন। জাতীয় পার্টির
চেয়ারম্যানের পাশে এখন কারা?'
এরশাদের সময়কার উপ-রাষ্ট্রপতি
মওদুদ আহমদ বর্তমানে বিএনপির
স্থায়ী কমিটির সদস্য। এরশাদ
আমলের মন্ত্রী শাহ মোয়াজ্জেম
বর্তমানে বিএনপির ভাইস
চেয়ারম্যান। বর্তমানে পরিবেশ ও বন
মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু দল
থেকে বেরিয়ে জাতীয় পার্টি
(জেপি) গঠন করেছেন। এরশাদের
সময়কার প্রধানমন্ত্রী প্রয়াত
মিজানুর রহমান চৌধুরী পরে তার
পুরনো দল আওয়ামী লীগে ফিরে যান।
নির্ধারিত সময়ের দেড়ঘণ্টা পর
সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে রওশন
এরশাদ বলেন, 'সুস্থ রাজনৈতিক
পরিকল্পনা প্রণয়ন করতে আমরা সক্ষম
হইনি; যার দ্বারা আকৃষ্ট হয়ে দলে
নতুন কর্মী আসবে। জাতীয় পার্টি
তার পূর্বের গৌরব হারিয়েছে,
হারিয়েছে সম্মান ও ঐতিহ্য। আজ
আমি এমন বয়সে পৌঁছিয়েছি, আমার
কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া
নেই। আমি জাতীয় পার্টিতে কোনো
সমন্বয়হীনতা দেখতে চাইনা। একটাই
চাওয়া, পুরনোদের জাতীয় পার্টিতে
ফিরিয়ে আনা।'
রওশন বলেন, 'জাতীয় পার্টির যেসব
নেতা চলে গেছেন, নিষ্ক্রিয় হয়ে
বসে আছেন—তারা আসুন। আমরা
অধীর আগ্রহে আপনাদের জন্য
অপেক্ষা করছি। জাতীয় পার্টির
মাধ্যমে অনেকে এমপি-মন্ত্রী
হয়েছেন। কিন্তু সাধারণ কর্মীরা কী
পেয়েছে? তারা শুধু পরিশ্রম করে
গেছেন! তাই আমাদের নেতাদের
কর্মীদের প্রতি ভালোবাসা রাখতে
হবে।'
বিরোধীদলীয় নেতা আরও বলেন, 'একক
ও ভুল সিদ্ধান্তের কারণে আমাদের এ
ধরনের জটিল পরিস্থিতিতে পড়তে
হয়েছে। যদি আমরা তৃণমুলের সঙ্গে ও
প্রেসিডিয়ামে আলোচনা করে
সিদ্ধান্ত নিতাম তাহলে বিগত
দিনের নির্বাচনে আরও ভালো
ফলাফল পেতাম। বাংলাদেশের
কোথাও আমরা চেয়ারম্যান-মেয়র
নির্বাচনে ভালো করতে পারিনি।
ইউনিয়ন নির্বাচন ভালো করতে
পারিনি। বিগত দিনগুলোতে আমাদের
জাতীয় পার্টি ধীরে ধীরে দুর্বল হয়ে
পড়েছে।'
রওশন তার দলের গঠনতন্ত্রের ৩৯ ধারা
বাতিল করার আহ্বান জানান। তিনি
বলেন, 'দলের গঠনতন্ত্রের ৩৯ ধারা
বাতিল কিংবা পরিবর্তন করা দরকার,
যাতে গণতান্ত্রিক হয়। দলে যদি
গণতন্ত্র না থাকে তবে দেশে
গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হবে?
গণতন্ত্রের চর্চা দলের ভেতরেই হতে
হবে। বর্তমানে জাতীয় পার্টিতে
শূন্যতা সৃষ্টি হয়েছে।'
এসময় আগামী কাউন্সিলের তারিখ
পরিবর্তনেরও আহ্বান জানান রওশন
এরশাদ। তিনি বলেন, 'আগামী
কাউন্সিলের তারিখ সবার সঙ্গে
আলোচনা করে পুনঃনির্ধারণ করা
হোক।'
প্রসঙ্গে, আগামী ১৪ মে জাতীয়
পার্টির সম্মেলন হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের
প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী
আনিসুল ইসলাম মাহমুদ বলেন,' প্রথম
যে সংসদীয় দলের বৈঠক হয় সেখানে
তাকে (এরশাদ) বলা হয়েছে, পার্টি
গঠনতন্ত্র মোতাবেক সিদ্ধান্ত নিতে;
তাকে সরাসরি বলা হয়েছে। বিভিন্ন
সময়ে উনাকে বলা হয়েছে পরিবর্তন
করার জন্য। পার্টির মধ্যে গণতন্ত্র না
থাকলে দেশের গণতন্ত্রের কথা মুখে
সাজে না।'
আনিসুল আরও বলেন, 'জনসমক্ষে তার
কাছে প্রেস কনফারেন্স করে বলছি,
চেয়ারম্যান-কো চেয়ারম্যান,
মহাসচিব যদি পরিবর্তন না হয়
তাহলে সম্মেলনের দরকার নেই।
আমাদের সকলের মনের কথা
চেয়ারম্যান নিয়ে আমাদের মধ্যে
কোনো বিরোধ নেই। তবে তার কিছু
সিদ্ধান্ত গঠনতন্ত্র মোতাবেক হয়নি,
সেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে।
সময়সীমা বেঁধে কাজ করছি না।
আমরা আহ্বান জানাচ্ছি। পরিণতি
দেখেই আমরা পদক্ষেপ নেব। আমরা
বিশ্বাস করি, আমরা যেমন ফিল করি,
তেমন উনিও ফিল করবেন। পজেটিভ
রেসপন্স চাইছি।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন
বিরোধীদলীয় চিফ হুইপ মো. তাজুল
ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য
জিয়াউদ্দিন বাবলু, আবু হোসেন
বাবলা, ফখরুল ইমাম, প্রেসিডিয়াম
সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও
সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান
রাঙ্গা, নুরুল ইসলাম ওমর, আমির
হোসেন প্রমুখ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন