বাঁশখালীতে
হত্যাকান্ডের বিচার
বিভাগীয় তদন্ত ও গণ-
শুনানী করে জড়িতদের
বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ
করতে হবে : আবদুল্লাহ
আল নোমান
ডেস্ক রিপোর্ট « আগের
সংবাদ
পরের সংবাদ» ০৯ এপ্রিল
২০১৬, ১৮:৫০ অপরাহ্ন
বাঁশখালীর গন্ডামারা
ইউনিয়নে এস.আলম গ্রæপের
উদ্যোগে নির্মানাধীণ কয়লা
বিদ্যুৎ কেন্দ্রে সংঘটিত
হত্যাকান্ডের ঘটনাস্থল
পরিদর্শন করেছেন। তিনি
হত্যাকান্ডে নিহত
পরিবারের সদস্যদের সাথে
সাক্ষাৎ করে তাদের প্রতি
সমবেদনা জানান। নিহতদের
প্রত্যেকের পরিবারকে
বিএনপি চেয়ারপার্সনের
পক্ষ থেকে নগত ২০,০০০/-
(বিশ হাজার) টাকা করে
আর্থিক সহযোগিতা প্রদান
করেন এবং নিহতদের কবর
জেয়ারত করে তাদের
আতœার মাগফেরাত কামনা
করেন। ঘটনাস্থল
পরিদর্শনকালে সমবেত
হাজার হাজার
এলাকাবাসীর উদ্দেশে
বক্তব্যদানকালে আবদুল্লাহ
আল নোমান বলেন, দেশে
গুলি করে পাখী শিকার করা
যেখানে আইনগতভাবে
সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে
বাঁশখালীতে পুলিশ
নির্বিচারে গুলি করে ০৪ জন
মানুষকে হত্যা করেছে,
অনেককে পঙ্গু করেছে। আমরা
এ জঘন্যতম হত্যাকান্ডের
তীব্র নিন্দা ও প্রতিবাদ
জানাই। আমরাও উন্নয়নের
বিপক্ষে নয়, কিন্তু উন্নয়ন
কর্মকান্ড হতে হবে
পরিকল্পিত। জনাব নোমান
অবিলম্বে সুপ্রীম কোর্টের
একজন বিচারপতির নেতৃত্বে
বিচার বিভাগীয় তদন্ত
কমিটি গঠন করে এবং এই
কমিটির নেতৃত্বে
ঘটনাস্থলে গণ-শুনানী করে
এই ঘটনার সাথে যারা
জড়িত তাদেরকে চিহ্নিত
করে তাদেরকে শাস্তির
ব্যবস্থা করার দাবী জানান।
তিনি বলেন, নিহত এবং
আহতদের উপর্যুক্ত ক্ষতি পূরণ
দিতে হবে এবং চিকিৎসার
ব্যবস্থা করতে হবে। এলাকার
নিরীহ লোকজনের বিরুদ্ধে
দায়ের করা মিথ্যা মামলা
অবিলম্বে প্রত্যাহার করতে
হবে। আবদুল্লাহ আল নোমান
বলেন, দেশী-বিদেশী
পরিবেশ বিশেষজ্ঞদের
সমন্বয়ে একটি কমিটি গঠন
করে কয়লা বিদ্যুৎ কেন্দ্র
সম্পর্কে বিশেষজ্ঞদের
মতামতকে প্রধান্য দিতে
হবে এবং যারা এই প্রকল্প
বাস্তবায়ন করছেন তাদের
পরিবেশ ছাড়পত্রসহ তাদের
কাছে প্রকল্পের স্বপক্ষে
পরিবেশের ক্ষতি হবে না এই
ধরনের কি ডকুমেন্ট আছে, তা
জনসম্মুখে প্রকাশ করতে
হবে। নোমান বলেন, আজকে
ঘটনাস্থল পরিদর্শন করে
এলাকার মানুষের সাথে কথা
বলে যে তথ্য-উপাত্ত আমরা
সংগ্রহ করেছি তা ঢাকায়
গিয়ে সাবেক প্রধানমন্ত্রী
দেশনেত্রী বেগম খালেদা
জিয়াকে অবহিত করবো এবং
আমাদের দেশনেত্রী
এব্যাপারে পরবর্তি করণীয়
সম্পর্কে আমাদেরকে দিক-
নির্দেশনা দিবেন।
পরিদর্শনকালে জনাব
নোমানের সাথে উপস্থিত
ছিলেন বাঁশখালীর সাবেক
সংসদ সদস্য ও দক্ষিণ জেলা
বিএনপির সভাপতি জাফরুল
ইসলাম চৌধুরী, গন্ডামারা
ইউনিয়নের সাবেক
চেয়ারম্যান ও বিএনপি
নেতা লিয়াকত আলী,
বিএনপির কেন্দ্রীয় শ্রম
বিষয়ক সম্পাদক এ.এম.
নাজিম উদ্দিন, বিএনপির
কেন্দ্রীয় নেতা আনোয়ার
হোসাইন, চট্টগ্রাম মহানগর
বিএনপির সাধারণ সম্পাদক
ডাঃ শাহাদাত হোসেন,
দক্ষিণ জেলা বিএনপি
নেতা সাখাওয়াত জামাল
দুলাল, এডভোকেট ইফতেখার
মহসীন, পটিয়া উপজেলা
চেয়ারম্যান অধ্যাপক
মোজাফফর আহমদ,
বাঁশখালীর সাবেক পৌর
মেয়র কামরুল ইসলাম
হোসাইন, বিএনপি নেতা
ইব্রাহীম চেয়ারম্যান, উত্তর
জেলা বিএনপির সহ-
সভাপতি এম.এ. হালিম,
এডভোকেট আবদুস সাত্তার,
চট্টগ্রাম মহানগর যুবদলের
সভাপতি কাজী বেলাল,
মহানগর ছাত্রদলের সাবেক
সাধারণ সম্পাদক আহমেদুল
আলম রাসেল, মহানগর
ছাত্রদলের সভাপতি গাজী
সিরাজউল্লাহ, চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের
সভাপতি আমিনুল ইসলাম
তৌহিদ, মহানগর ছাত্রদলের
সিনিয়র সহ-সভাপতি
মাইনুদ্দিন শহীদ, দক্ষিণ
জেলা ছাত্রদলের যুগ্ন-
আহবায়ক শহিদুল ইসলাম,
শাহনেওয়াজ চৌধুরী প্রমূখ।
এছাড়া জনাব আবদুল্লাহ আল
নোমানের সাথে প্রায় ৫০টি
মাইক্রোবাস ও শতাধিক মটর
সাইকেল করে হাজার
খানিক বিএনপি নেতাকর্মী
তাঁর সফর সঙ্গী হয়েছেন।
Home »
বাঁশখালীতে
হত্যাকান্ডের বিচার
বিভাগীয় তদন্ত ও গণ-
» বাঁশখালীতে
হত্যাকান্ডের বিচার
বিভাগীয় তদন্ত ও গণ-
বাঁশখালীতে হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত ও গণ-
Written By Unknown on রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬ | ৫:১৮ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন