Home » » হামের টিকা শিশুদের জন্য খুব গুরুত্বপূর্ণ

হামের টিকা শিশুদের জন্য খুব গুরুত্বপূর্ণ

Written By Unknown on রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭ | ২:৫৫ AM

শিশু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী হামের টিকা শিশুদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টিকা। হাম একটি মারাত্মক কষ্টদায়ক রোগ।
  এই রোগ থেকে বাঁচার জন্য শিশুদের অবশ্যই হামের টিকা দেয়া উচিত।
তাই আজ ৩০ এপ্রিল ২০১৭ ইংরেজী  রবিবার সকাল থেকে
পেকুয়া উপজেলাধীন পূর্ব টইটং বনকানন এশায়তুল উলুম মাদ্রাসায় ৯ মাস থেকে ৫ বছর বয়স শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন