Home » » মে দিবসের কবিতা - শিহাব ইকবাল..

মে দিবসের কবিতা - শিহাব ইকবাল..

Written By Unknown on সোমবার, ১ মে, ২০১৭ | ৫:৫৫ AM

মে দিবসের কবিতা
- শিহাব ইকবাল..

আঠারোশ ছিয়াশি-
শ্রম , তোর সম্মানে
তাজা রক্ত দিয়াছি ,
আমেরিকার শিকাগোয়
শোষকেরা মাথা নোয় ,
মে এর প্রথম দিনে
রাজপথে গিয়াছি ,
বুকের রক্ত দিয়াছি !

বারো তেরো ঘণ্টা
দৈনিক শ্রম শেষে
মরে যেতো মনটা !
একটানা এতো কাজ !
কাঁপিয়া উঠিত শ্বাস ।
প্রতিবাদে প্রতিবাদে
গেলো রাত-দিনটা ,
এলো শেষে ক্ষণটা ।

শ্রমিকরা জিতলো ,
আট ঘণ্টা শ্রম দাবি -
এই আশা মিটলো ।
শ্রমিকরা ক্ষেপে গেলে
পাওনাটা পুরো মেলে -
মে এর মিছিল থেকে
সবাই এটা শিখলো ,
ভালো করে শিখলো ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন