Home » » রক্ত ষুসা মানুষের সন্ধান

রক্ত ষুসা মানুষের সন্ধান

Written By Unknown on বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ | ৬:২৮ AM


 গুগল প্লাস  ইমেইল
« « আগের সংবাদ পরের সংবাদ » » ‘রক্তচোষা’ মানুষের সন্ধান!
চিত্রবিচিত্র ডেস্ক ::
আফ্রিকার দেশ মালাউয়িতে সম্প্রতি নয়জন কথিত রক্তচোষা মানুষকে হত্যা করেছে দেশটির দরিদ্র জনগোষ্ঠীর লোকজন। এ সংশ্লিষ্ট ঘটনায় অন্তত ২৫০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের খবরে বলা হয়, মালাউয়ির দারিদ্র্যপীড়িত দক্ষিণাঞ্চলের মুলানজে ও ফালমবে এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এলাকাগুলো -‘কালো জাদু’ ও ‘ডাকিনিবিদ্যা’র জন্য পরিচিত।
বিশ্বের ষষ্ঠ দরিদ্র দেশ মালাউয়িতে কয়েক মাস ধরেই ‘রক্তচোষা’ মানুষ-সংক্রান্ত হামলার খবর ছড়িয়ে পড়েছে। এর মধ্যে বেলজিয়ামের এক জুড়িকে গাড়ি থেকে বের করে মারধরের অভিযোগ বেশ আতঙ্কের সৃষ্টি করে। ইনডিপেনডেন্ট আরও জানায়, হামলার শিকার হচ্ছে মূলত ধনীরাই। এ থেকে অনেকেই বলছেন, কথিত রক্তচোষারা আসলে মালাউয়ির ধনীসমাজ। তারা মানুষের রক্ত পান করে না। বরং দেশটির দরিদ্র জনগোষ্ঠীর ওপর ধনীদের আর্থিক শোষণের রূপক অর্থে এটি ব্যবহার করা হচ্ছে।
এ বিষয়ে অরল্যান্ডো চ্যাম্পোন্ডা নামে হামলার শিকার এক ব্যক্তি বলেন, প্রায় দুই হাজার গ্রামবাসী তার বাড়িতে ছুরি ও পাথর নিয়ে হামলা চালায়। সৌভাগ্যবশত তিনি সে সময় বাড়ির বাইরে ছিলেন। ফলে হামলাকারীদের হাত থেকে প্রাণে বেঁচে যান তিনি। অরল্যান্ডো বলেন, ‘তারা এসে বলে আমি রক্তচোষাদের আশ্রয় দিয়েছি। আমাকে পেলে তারা মেরে ফেলত। আদতে রক্তচোষা বলে কিছুই নেই। একদল মানুষ ধনীদের সম্পদের লোভে এ হামলা করছে। কারো দামি গাড়ি থাকলে তাকেও রক্তচোষা আখ্যায়িত করা হচ্ছে।’
এদিকে সম্প্রতি রক্তচোষা আখ্যায়িত করে এক ব্যক্তিকে পাথর ছুড়ে হত্যা করা হয়। ওপর একজনকে পাথর ছুড়ে আহত করার পর আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। তবে রক্তচোষা বাস্তবে মালাউয়িতে আছে বলে দাবি করেছে আক্রান্ত এলাকার কয়েকজন গ্রামবাসী। বিভিন্ন সময়ে তাদের রক্ত পান করা হয়েছে বলে জানায় তারা। এর জের ধরেই রক্তচোষাদের নির্মূল করতে মাঠে নেমেছে তারা। তবে রক্তচোষা মানুষের বিষয়টি সম্পূর্ণ কল্পনাপ্রসূত বলে উড়িয়ে দিয়েছেন মালাউয়ির প্রেসিডেন্ট পিটার মুথারিকা।
এ বিভাগের অন্যান্য খবর
বিখ্যাত চীনা সুপারম্যানের ৬২ তলা থেকে পড়ে মৃত্যু
সিলেট প্রেসক্লাব নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা
তিন মামলায় আপন জুয়েলার্সের মালিকদের জামিন
জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্র আহত
ঘরের বারান্দায় স্ত্রীর লাশ, স্বামীর লাশ গাছে
ইউনাইটেড কুলাউড়া ওয়েলফেয়ার ট্রাস্টের আত্মপ্রকাশ
আম্বানির ছেলের বিয়ের এক কার্ডের দাম দেড় লাখ টাকা
দেশের পথে প্রধানমন্ত্রী
ঢাবির প্রশ্ন ফাঁসে রাবি ছাত্রসহ আটক ১০
নব্য জেএমবির ‘প্রতিষ্ঠাতা’সহ গ্রেপ্তার ৩
পর্ন ছবির অপ্রকাশিত কিছু সত্য, যা কখনো সামনে আসেনা ডেইলি সিলেট ডট কম :: প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ১১, ২০১৭ | ১০:৫৮ পূর্বাহ্ন | ০
22 শেয়ার 22   
Share the love!
22 শেয়ার   

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন