Home » » ২০ ‘জিনের’ সঙ্গে বিছানায় নারী!  প

২০ ‘জিনের’ সঙ্গে বিছানায় নারী!  প

Written By Unknown on রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭ | ৯:৩০ AM

২০ ‘জিনের’ সঙ্গে বিছানায় নারী!
 প্রকাশিত : ২০১৭-১২-১৩ ০১:৩০:৫০
 আপডেট: ২০১৭-১২-১৩ ১৩:১৫:২০
গত ১২ বছরে ২০টি ‘জিনের’ সঙ্গে শারীরিক সম্পর্কের দাবি করেছেন ব্রিটেনের ব্রিস্টল শহরের এক নারী। শুধু তাই নয়, তাদের প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ হয়েছেন তিনি।
অ্যামেথিস্ট রেলম (২৭) নামের ওই নারী সম্প্রতি আইটিভি নামে ব্রিটেনের একটি টেলিভিশন চ্যানেলে উপস্থিত ছিলেন। সেখানে ‘দ্য মর্নিং’ নামে একটি অনুষ্ঠানে বেশ খোলাখুলিভাবে ‘জিনের’ সঙ্গে তাঁর সম্পর্কের কথা তুলে ধরেন। পেশাদার জীবনেও আধ্যাত্মিক বিষয়াবলি নিয়ে নাড়াচাড়া করেন রেলম।
দ্য মর্নিং অনুষ্ঠানে রেলম জানান, ১২ বছর আগে বাগদত্তার সঙ্গে ব্রিস্টলে নতুন বাড়িতে ওঠেন তিনি। সেখানে যাওয়ার পরই আস্বাভাবিক কিছুর অস্তিত্ব টের পান।
ঘটনার বর্ণনা করতে গিয়ে রেলম জানান, তাঁর ওপর প্রথমে একটি শক্তি ভর করে। তারপর শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এ সময় তিনি সম্পূর্ণ নিরাপদ অনুভব করছিলেন। তবে তিনি ওই ‘জিনদের’ কখনোই দেখতে পাননি। শুধু অনুভব করেছেন।
রেলম আরো জানান, একটি ‘জিনের’ সঙ্গে তাঁর তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। পরে বিষয়টি তাঁর সঙ্গীর কাছে ধরা পড়ে। এর পর থেকেই বিভিন্ন ‘জিনের’ সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার সম্ভাবনাও দেখা দেয়।
তবে গবেষকরা রেলমের এ ধরনের দাবি একেবারেই উড়িয়ে দিয়েছেন। তাঁরা বলছেন, দৃষ্টিভ্রম অথবা ঘুমের ভেতর অস্বাভাবিকতার কারণে এমনটা অনুভব হতে পারে।
রেলমের দাবির পর এ বিষয়ে কথা বলেছেন আত্মাগবেষক আলেকজান্দ্রা হোলজার। তিনি জানান, যারা জিনের সঙ্গে শারীরিক সম্পর্কের দাবি করেছে, তারা শরীরে চাপ অনুভব করে। এ ছাড়া জিনের উপস্থিতিতে খুবই শীতল হয়ে যায় ঘরের পরিবেশ।
সংবাদটি পড়া হয়েছে মোট ১৪৫১ বার
শেয়ার করুন
আপনার মন্তব্য
এ বিভাগের আরো খবর
Bangladesh
একটি কালো মুরগির দাম ২ লাখ টাকা!
সাপ-বাঘের সঙ্গে সুখের সংসার (ভিডিও)
এই বয়সেও মডেলিং!
মাঝ আকাশ থেকে স্কুলের উপর পড়ল হেলিকপ্টারের জানালা!
রোগ প্রতিরোধে ভূতের সিনেমা 0 Comments Sort by
Facebook Comments Plugin Oldest
Also post on Facebook
Log In to Post
সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট।
ইমেইল : sylhetview24@gmail.com,
০১৬১৬৪৪০০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১৫৬৭৩৮৭ (নিউজ)
কপিরাইট © সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম।
Developed By - IT Lab Solutions Ltd .
Helpline - +88 018 4248 5222 47 4!
 প্রকাশিত : ২০১৭-১২-১৩ ০১:৩০:৫০
 আপডেট: ২০১৭-১২-১৩ ১৩:১৫:২০
গত ১২ বছরে ২০টি ‘জিনের’ সঙ্গে শারীরিক সম্পর্কের দাবি করেছেন ব্রিটেনের ব্রিস্টল শহরের এক নারী। শুধু তাই নয়, তাদের প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ হয়েছেন তিনি।
অ্যামেথিস্ট রেলম (২৭) নামের ওই নারী সম্প্রতি আইটিভি নামে ব্রিটেনের একটি টেলিভিশন চ্যানেলে উপস্থিত ছিলেন। সেখানে ‘দ্য মর্নিং’ নামে একটি অনুষ্ঠানে বেশ খোলাখুলিভাবে ‘জিনের’ সঙ্গে তাঁর সম্পর্কের কথা তুলে ধরেন। পেশাদার জীবনেও আধ্যাত্মিক বিষয়াবলি নিয়ে নাড়াচাড়া করেন রেলম।
দ্য মর্নিং অনুষ্ঠানে রেলম জানান, ১২ বছর আগে বাগদত্তার সঙ্গে ব্রিস্টলে নতুন বাড়িতে ওঠেন তিনি। সেখানে যাওয়ার পরই আস্বাভাবিক কিছুর অস্তিত্ব টের পান।
ঘটনার বর্ণনা করতে গিয়ে রেলম জানান, তাঁর ওপর প্রথমে একটি শক্তি ভর করে। তারপর শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এ সময় তিনি সম্পূর্ণ নিরাপদ অনুভব করছিলেন। তবে তিনি ওই ‘জিনদের’ কখনোই দেখতে পাননি। শুধু অনুভব করেছেন।
রেলম আরো জানান, একটি ‘জিনের’ সঙ্গে তাঁর তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। পরে বিষয়টি তাঁর সঙ্গীর কাছে ধরা পড়ে। এর পর থেকেই বিভিন্ন ‘জিনের’ সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার সম্ভাবনাও দেখা দেয়।
তবে গবেষকরা রেলমের এ ধরনের দাবি একেবারেই উড়িয়ে দিয়েছেন। তাঁরা বলছেন, দৃষ্টিভ্রম অথবা ঘুমের ভেতর অস্বাভাবিকতার কারণে এমনটা অনুভব হতে পারে।
রেলমের দাবির পর এ বিষয়ে কথা বলেছেন আত্মাগবেষক আলেকজান্দ্রা হোলজার। তিনি জানান, যারা জিনের সঙ্গে শারীরিক সম্পর্কের দাবি করেছে, তারা শরীরে চাপ অনুভব করে। এ ছাড়া জিনের উপস্থিতিতে খুবই শীতল হয়ে যায় ঘরের পরিবেশ।
সংবাদটি পড়া হয়েছে মোট ১৪৫১ বার
শেয়ার করুন
আপনার মন্তব্য
এ বিভাগের আরো খবর
Bangladesh
একটি কালো মুরগির দাম ২ লাখ টাকা!
সাপ-বাঘের সঙ্গে সুখের সংসার (ভিডিও)
এই বয়সেও মডেলিং!
মাঝ আকাশ থেকে স্কুলের উপর পড়ল হেলিকপ্টারের জানালা!
রোগ প্রতিরোধে ভূতের সিনেমা 0 Comments Sort by
Facebook Comments Plugin Oldest
Also post on Facebook
Log In to Post
সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট।
ইমেইল : sylhetview24@gmail.com,
০১৬১৬৪৪০০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১৫৬৭৩৮৭ (নিউজ)
কপিরাইট © সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম।
Developed By - IT Lab Solutions Ltd .
Helpline - +88 018 4248 5222 47 4

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন