প্রতিদিনই পৃথিবী তার নতুন মহিমায় আবির্ভূত হচ্ছে। তবে কখনও তা স্বাভাবিক হলেও অনেক সময় একটু অস্বাভাবিক হয়ে ওঠে। এতদিন গণধর্ষণের শিকার হয়ে এসেছেন কেবল নারীরাই। আর ধর্ষকের ভূমিকায় থেকেছে পুরুষ। এবার ঘটলো ঠিক তার উল্টো ঘটনা।
নাইজেরিয়ায় এক ব্যবসায়ী পাঁচ স্ত্রীর দ্বারা ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করেছেন। ধর্ষণ বলা হচ্ছে কারণ এটা ছিল জোরপূর্বক যৌনমিলন। নিহত ওই ব্যক্তির নাম ইউরোকো ওনোজা। তার মোট ছয় স্ত্রী।
ওনোজা সারারাত বাইরে পার্টিতে ছিলেন, যখন তার ছয় স্ত্রীই তার সঙ্গ পেতে অপেক্ষা করছিলেন। ভোররাতে বাসায় ফিরে তিনি তার সবচেয়ে ছোট স্ত্রীর ঘরে যান। এতে বাকি পাঁচজন স্ত্রী ক্ষেপে গিয়ে লাঠি ও ছুরি নিয়ে তার বেডরুমে ঢোকেন। এসময় তারা তাদের সাথে যৌনমিলনের জন্য তার ওপর জোর-জবরদস্তি করতে থাকেন। বাধ্য হয়ে ওনোজা একে একে বাকি চার স্ত্রীর সাথেও যৌনমিলন করা শুরু করেন। পঞ্চম বউয়ের সাথে মিলনের সময় হঠাৎ স্ট্রোক করে মারা যান তিনি।
এ ঘটনার পরপর তার পাঁচ স্ত্রীই পালানোর চেষ্টা করে। তবে পুলিশ তাদের দুজনকে আটক করতে সক্ষম হয়। ওই পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Home »
পাচ বিবির ধর্রষনে
» ৫ স্ত্রীর ধর্ষণে ব্যবসায়ীর মৃত্যু...!
আন্তর্জাতিক
৫ স্ত্রীর ধর্ষণে ব্যবসায়ীর মৃত্যু...! আন্তর্জাতিক
Written By Unknown on বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭ | ৮:৪৪ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন