২০ ডিসেম্বর ২০১৭, ০৫:৪৪ প্রচ্ছদ / সারাদেশ
রাজশাহীতে বাঘা উপজেলার আড়ানি স্টেশনে ট্রেন বাঁচিয়ে আলোচনায় আসা সেই দুই শিশুকে এবার সংবর্ধনা দেওয়া হল পাবনার ঈশ্বরদীর পাকশীতে। পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) এ সংবর্ধনার আয়োজন করে।
এই দুই শিশু হলো ঝিনা গ্রামের সুমন আলীর ছেলে শিহাবুর রহমান (৬) ও শহিদুল ইসলামের ছেলে লিটন আলী (৭)। ক্রেস্টে ভুলবশত টিটোন লেখা হয়েছে।
আর আগে সোমবার ঝিনা রেলগেট এলাকায় রেললাইন দিয়ে একটি ট্রেন চলে যাওয়ার পর বিকট শব্দ হয়। এ শব্দ শুনে লাইনের কাছে এগিয়ে যায় দুই শিশু। গিয়ে দেখে রেল লাইনটি অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। এমন সময় লাইন দিয়ে আরেকটি ট্রেন আসতে দেখে তারা গলায় থাকা মাফলার তুলে ধরে ওড়াতে থাকে। তাদের সংকেত পেয়ে ব্রেক চাপেন ট্রেনের চালক। এতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি।
সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক পাকশী ইউপি চেয়ারম্যান হবিবুল ইসলাম ও ঠিকাদার আনোয়ারুল ইসলাম দুই শিশুকে দুই হাজার করে চার হাজার টাকা, মীর আখতার হোসেন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দুই শিশুকে নগদ ৫ হাজার টাকা এবং পাকশী রেলের পক্ষ থেকে দুই শিশুর প্রত্যেককে ১৩ হাজার করে মোট ২৬ হাজার টাকা দেওয়া হয়।
Home »
রেল বাঁচানো দুই শিশুকে সংবর্ধনা
» রেল বাঁচানো দুই শিশুকে সংবর্ধনা, কত টাকা দিল তাদের!
রেল বাঁচানো দুই শিশুকে সংবর্ধনা, কত টাকা দিল তাদের!
Written By Unknown on বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭ | ৮:৪৭ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন