জাতিক
Share to Facebook Tweet যৌন সঙ্গম
December 25, 2017
মৃত বান্ধবীর সঙ্গে যৌন সঙ্গম করলেন এক ব্যক্তি। উদ্দেশ্য, তার বান্ধবী বেঁচে উঠবেন। শেষ পর্যন্ত তেমনটি আর ঘটেনি। তখন তিনি ভয় পেয়ে প্রতিবেশীকে ডাকেন। এরপর পুলিশ এসে তাকে আটক করে। মেট্রো.কো.ইউকের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ৩৯ বছর বয়সী ওই ব্যক্তির নাম অ্যারন গ্রেসার। তিনি যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের বাসিন্দা।
অ্যারন জানিয়েছেন, তার বান্ধবী তার সঙ্গে মিলিত হতে মোটেই পছন্দ করতেন না। তাই তার ধারণা হয়েছিল, মিলিত হতে গেলেই জেগে উঠবেন সদ্যমৃত বান্ধবী!অ্যারনের দাবি, মৃত্যুর পরে মৃতার শরীর থেকে অদ্ভুত শব্দ আসছিল। তার মনে হয়েছিল হয়তো দৈহিক মিলন করলেই তিনি বেঁচে উঠবেন। এদিকে এ ঘটনায় অ্যারনকে ১ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
ময়না তদন্তের পরে অ্যারনের বান্ধবীর শরীর থেকে নানা রকম মাদক পাওয়া গিয়েছে। অতিরিক্ত মাদক সেবনের ফলেই তার মৃত্যু হয়েছে বলে জানানো
Home »
মৃত বান্ধবীর সঙ্গে
» মৃত বান্ধবীর সঙ্গে
মৃত বান্ধবীর সঙ্গে
Written By Unknown on সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭ | ৫:২০ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন