Home » » এখন দেশে - শিহাব ইকবাল

এখন দেশে - শিহাব ইকবাল

Written By Unknown on মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮ | ১:২৮ AM


এখন দেশে ভোট হবে ,
বৃষ্টি এবং রোদ হবে ,
কিসের বৃষ্টি কিসের রোদ ?
গণতান্ত্রিক মূল্যবোধ ।

এখন সবাই এক হবে ,
ভালোবাসার বেগ হবে ,
কিসের ভালোবাসার বেগ ?
স্বদেশপ্রেম ও আত্মত্যাগ ।

এখন খুশির বান হবে ,
লক্ষ প্রাণের গান হবে ,
কিসের খুশি কিসের প্রাণ ?
স্বাধীনতা চির অম্লান ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন