Home » , , » একুশ , ছাব্বিশ , ষোলো - শিহাব ইকবাল

একুশ , ছাব্বিশ , ষোলো - শিহাব ইকবাল

Written By Unknown on মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮ | ১:২৮ AM

একুশ , ছাব্বিশ , ষোলো -
বাংলাদেশের ইতিহাসের
পৃষ্ঠাগুলো খোলো ।
কী দেখেছো বলো !
ইতিহাসের পৃষ্ঠাগুলোর
দুচোখ ছলোছলো ।
রক্ত দিয়ে পেয়েছিলাম
ভাষা এবং দেশ ,
আজ সেখানে গণতন্ত্রের
বৈরী পরিবেশ ।
একুশ , ছাব্বিশ , ষোলো থেকে
শিক্ষা নেয়নি কেউ ,
রাষ্ট্রজুড়ে বইছে আজো
স্বৈরাচারের ঢেউ ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন