শুনতে কি পাও বিশ্ববিবেক ?
একটু দেখো ফিরিয়া -
লক্ষ শিশুর আর্তনাদে
কাঁদছে কেমন সিরিয়া !
বিশ্ব শিশু দিবস পালন
কেমনে তোমরা করছো আজ ?
ছোট্ট শিশুর ঘাতক মানেই
সভ্য নামের ফেরেব্বাজ !
একটু মায়াও হয়না কি আজ ,
মারছো মায়ের বুকের ধন ?
ধিক রাশিয়া - আমেরিকা ,
নিন্দা জানাই সারাক্ষণ !
বিশ্ববিবেক , বাঁচাও শিশু ,
বিশ্ব দেখুক তার হাসি ,
মারছে যারা মানব শিশু
তারাই শীর্ষ সন্ত্রাসী !
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন