বঙ্গবন্ধু কী বলেছেন
একটুখানি ভেবো :
'রক্ত যখন দিয়েছি গো
রক্ত আরো দেবো ।'
থাকবেনাকো শোষণ-জুলুম ,
থাকবেনাকো ত্রাস ,
সোনার বাংলায় মনের সুখে
করবে সবাই বাস ।
বঙ্গবন্ধুর ভাষণখানি
কেমনে তোমরা ভোলো ?
বলেছিলেন : 'ঘরে ঘরে
দুর্গ গড়ে তোলো ।'
দেশবিরোধী কর্মকাণ্ড
যারাই ঘটাক দেশে ,
করবো তাদের মোকাবেলা
দেশকে ভালোবেসে ।
বঙ্গবন্ধুর ভাষণখানির
কোনটি শিরোনাম ?
মুক্তি এবং স্বাধীনতার
অনন্য সংগ্রাম ।
হাসুক সকল বাংলাদেশি ,
হাসুক স্বাধীনতা ,
অধিকার আর ভালোবাসায়
হাসুক জাতীয়তা ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন