Home » » আমরা বাংলাদেশি

আমরা বাংলাদেশি

Written By Unknown on রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ | ৩:০৩ AM


- শিহাব ইকবাল

মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান
কম হোক কিংবা বেশি ,
অধিকারে সবাই সমান -
আমরা বাংলাদেশি ।

অহিংসাময় এই মনোভাব
হাজার বছর থেকে ,
সূর্য ওঠার যেমন স্বভাব
পূর্ব আকাশ দেখে ।

আমরা ছিলাম , আমরা আছি ,
আমরা ভালোবাসি ,
দুঃখ-সুখে দেখতে আসি ,
সঙ্গে কাঁদি-হাসি ।

সাম্প্রদায়িক ইস্যু ধরে
কেউবা চালে চাল ,
দেশকে বানায় এমনি করে
বড্ডো বেসামাল ।

বর্ষাকালের বৃষ্টি যেমন ,
বইছে যেমন নদী ,
পাখির যেমন বিশ্বভ্রমণ ,
তারার যেমন জ্যোতি -

তেমনি সত্য বাংলাদেশের
মিশ্র ভালোবাসা ,
বিশ্বে নাইকো তুলনা এর ,
নাই তুলনার ভাষা ।

প্রতিহিংসার রাজনীতিতে
পড়ুক এটার প্রভাব ,
আজ বৈশাখী পূর্ণিমাতে
এটাই আমার জবাব ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন