Home » » মে দিনের কাব্য

মে দিনের কাব্য

Written By Unknown on মঙ্গলবার, ১ মে, ২০১৮ | ১০:৫৮ AM


- শিহাব ইকবাল

মে দিবস কী দিলো ?
ঝরে যাওয়া কিছু প্রাণ
শ্রমিকেরে দিলো মান ,
হয়ে গেলো অবসান
ব্যবধান যা ছিলো ।

মে দিবস কী পেলো ?
যখনই ঘটে ত্যাগ
বেড়ে যায় গতিবেগ ,
শ্রমিকরা হলে এক
হয়ে যায় সফলও ।

মে দিবস কী শেখায় ?
যথোচিত প্রতিবাদে
ইবলিসও ভয়ে কাঁদে ,
যুক্তির এ মহা ফাঁদে
শক্তিও পিটা খায় ।

হ্যালো প্রিয় বিশ্ব ,
মে দিনের সফলতা
এ দিনের প্রিয় কথা ,
বাস্তবে যেন ওটা
থাকে চির দৃশ্য ।

হ্যালো প্রিয় নিজ দেশ ,
শ্রমিক আইন অনুসারে
কেউ হাসে অধিকারে ,
পাছে কেউ কেঁদে মরে -
ঠেকাও এই পরিবেশ ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন