- শিহাব ইকবাল
এ রাত
বরাত ,
শোনাও
কেরাত
আল্লাহকে ;
চালাও
যেকের ,
ভরাও
নেকের
পাল্লাকে ।
এ রাত
বরাত ,
চালাও
সালাত-
বন্দেগি ;
চালাও
নফল ,
বানাও
সফল
জিন্দেগি ।
এ রাত
বরাত ,
ওঠাও
দুহাত
প্রার্থনার ;
হটাও
কাফের ,
তাড়াও
পাপের
অন্ধকার ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন